প্রতীক বরাদ্দের পর ভোটের আবহাওয়া পাল্টে যাবে– প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

সিটিভি নিউজ।। মোহাম্মদ আককাস আলী :সংবাদদাতা জানান ==========
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান চন্দ্র রায় পোদ্দার বলেছেন,মাঠপর্যায়ে ভোটের ইমেজ তেমন না থাকলেও প্রতীক বরাদ্দের পর আবহাওয়া পাল্টে যাবে। প্রচার-প্রচারণা শুরু হলে সুষ্ঠু ভোটের পরিবেশ তৈরি হবে।
তিনি মঙ্গলবার(২০জানুয়ারি) বিকেলে নওগাঁর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনে শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক পরিবেশ নিশ্চিত করা এবং গণভোটের বিষয়ে ভোটারদের সচেতনতা বৃদ্ধিতে আয়োজিত মতবিনিময় সভার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
ডা. বিধান চন্দ্র বলেন, রাস্তা প্রশস্ত না হওয়ায় গণভোটের প্রচারের গাড়িগুলো হয়ত সব জায়গায় যেতে পারছে না। তবে শহর থেকে প্রত্যন্ত বাজার এলাকায় প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। এছাড়া উঠান বৈঠকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সমাবেশসহ বিভিন্ন সভা-সেমিনারের আয়োজন করা হচ্ছে।
তিনি আরও বলেন, যারা নির্বাচনে দায়িত্বে থাকবেন তারা নিজে যে দলই করুন না কেন, অবশ্যই নিরপেক্ষতা বজায় রাখবেন। সবাই মিলে জাতিকে যাতে সুন্দর একটা নির্বাচন উপহার দিতে পারি।
পরে নওগাঁ সদর উপজেলা অডিটোরিয়ামের মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন উপদেষ্টা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের নেতা ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
সভার শুরুতে গণভোটের বিষয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য ও থিম সং প্রচার করা হয়। সংবাদ প্রকাশঃ ২০-০১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=