বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের কার্যক্রম ও অর্জন—২০২৫

সিটিভি নিউজ।। ফরহাদ রহমান সংবাদদাতা কক্সবাজার জেলা ==================
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল এবং সেন্টমার্টিনে নিরাপত্তা, আইন-শৃঙ্খলা রক্ষা ও মাদক, চোরাচালান দমন কার্যক্রমে অসামান্য অবদান রেখে চলছে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন।

প্রতিষ্ঠালগ্ন থেকে কোস্ট গার্ড দেশের উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলে টহল, নজরদারি, বনজ ও মৎস্য সম্পদ সংরক্ষণ এবং প্রাকৃতিক দুর্যোগে মানবিক সহায়তা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশেষ করে সেন্টমার্টিনে জীববৈচিত্র্য রক্ষা, জেলেদের নিরাপত্তা এবং সমুদ্র ও নদীপথে অবৈধ কার্যক্রম প্রতিরোধে কোস্ট গার্ড জনগণের আস্থার প্রতীক হিসেবে পরিচিত।

প্রধান অর্জনসমূহ—২০২৫

সন্ত্রাস ও ডাকাতদমন: ৯৯টি দেশীয় ও বিদেশি আগ্নেয়াস্ত্র, ১৩৯টি দেশীয় অস্ত্র, ৪৩১০ রাউন্ড তাজা গোলা, ১২৯ রাউন্ড ফাঁকা গোলাসহ ১১০ জন সন্ত্রাসী ও ডাকাত আটক।

মাদকদমন: প্রায় ২ শত কোটি টাকা মূল্যের ৩৫,৯২৪ পিস ইয়াবা, ৪ কেজি ক্রিস্টাল মেথ (আইস), ১,২৪৮ বোতল বিদেশি মদ, ৩২ বোতল ফেনসিডিল, ৮০.৬ কেজি গাঁজা ও অন্যান্য মাদক দ্রব্যসহ ১৪০ জন মাদক ব্যবসায়ী আটক।

মৎস্য সংরক্ষণ: ২০,০০০ কেজি জাটকা, ২২,০০০ কেজি সামুদ্রিক মাছ জব্দ; মা ইলিশ প্রজনন মৌসুমে কার্যক্রম অব্যাহত।

অবৈধ পাচার রোধ: ১৩ মেট্রিক টন জ্বালানি তেল, ৩.১ মেট্রিক টন অকটেন, ১,০৬৬ লিটার পেইন্ট, ১০,০০০ কেজি থাই সাদা চালসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্য জব্দ; মিয়ানমারে পাচারকালে প্রায় ৫০০ গ্রাম স্বর্ণ ও বিপুল পরিমাণ সামগ্রী আটক।

মানবিক ও সেবামূলক কার্যক্রম: ৩,৫০০ জনের বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ; ১৫৯ জন জেলেকে জীবিত উদ্ধার; বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের জীবনমুখী প্রশিক্ষণ।

নির্বাচন নিরাপত্তা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে দায়িত্বপ্রাপ্ত এলাকায় কোস্ট গার্ড সদস্য মোতায়েন, সন্ত্রাসী ও অবৈধ অস্ত্রধারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা, ভোটবান্ধব পরিবেশ নিশ্চিত।

কোস্ট গার্ড পূর্ব জোন চট্টগ্রামের সন্দ্বীপ, কক্সবাজারের কুতুবদিয়া ও সেন্টমার্টিনে জাতীয় নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে কাজ করছে।

জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ শাহীন মজিদ (জি), বিসিজিএম, পিএসসি, বিএন, বলেছেন, “দেশ ও মানুষের সেবায় কোস্ট গার্ডের কার্যক্রম অব্যাহত থাকবে এবং জনগণ যেন নিরাপদে, নির্বিঘ্নে জীবন যাপন ও ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেই লক্ষ্যই আমাদের মূল কাজ।” সংবাদ প্রকাশঃ ২০-০১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন