কুমিল্লা নগরীর ১২নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

সিটিভি নিউজ।। প্রয়াত বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে কুমিল্লা নগরীর ১২নং ওয়ার্ডের ডিগাম্বরীতলা জামে মসজিদে। মিলাদ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা -৬ সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থি সাবেক এমপি মোঃ মনিরুল হক চৌধুরী। গত ২০ ডিসেম্বর স্থানীয় ১২ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে ও কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কুর ব্যবস্থাপনায় সন্ধ্যায় বাদ মাগরিব মিলাদ ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মনিরুল ইসলাম বাচ্চু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পিপি এডভোকেট কাইমুল হক রিংকু,কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক ভিপি আশিকুর রহমান মাহামুদ ওয়াসিম,কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সহ সভাপতি আমীরুজ্জামান আমীর, কুমিল্লা মহানগর বিএনপির সাবেক আহবায়ক শওকত আলী বকুল, সাংগঠনিক সম্পাদক নজরুল হক স্বপন,বিএনপি নেতা মোঃ জাফর ইকবাল,কুমিল্লা অজিতগুহ কলেজের সাবেক আপ্যায়ন বিষয়ক সম্পাদক ও বিএনপি নেতা আনিসুর রহমান হেলাল,মহানগর বিএনপি নেতা আজহার উদ্দিন বাপ্পী, বাংলাদেশ পুজা উদযাপন ফ্রন্ট,কুমিল্লা মহানগর আহবায়ক শ্যামল কৃষ্ণ সাহা, বিএনপি নেতা আমিনুল ইসলাম,সহ আরো অনেকে। মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আগে সাবেক এমপি মোঃ মনিরুল হক চৌধুরী তার বক্তব্যে বলেন, বিগত স্বৈরাচার সরকারের আমলে মরহুম বেগম খালেদা জিয়া অনেক নির্যাতন নিপিড়ন সহ্য করে ছিলেন। তিনি আল্লাহর কাছে বিচার দিয়েছিলেন,কাউকে কিছু বলেননি। বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালে এই বাংলাদেশে নারী শিক্ষার প্রসারে ব্যাপক উদ্যোগ নিয়েছিলেন। তিনি আরো বলেন আমি জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হলে কুমিল্লা নগরীর উন্নয়নে ব্যাপক পরিকল্পনা বাস্তবায়ন করবো। সংবাদ প্রকাশঃ ২০-০১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন