আধুনিক কৃষির পথে কালিগঞ্জ ২২ স্টল নিয়ে শুরু কৃষি প্রযুক্তি মেলা

সিটিভি নিউজ।। নিজস্ব প্রতিনিধি :
কৃষিতে আধুনিকায়ন ও টেকসই চাষাবাদের নতুন দিগন্ত উন্মোচনে ঝিনাইদহের কালিগঞ্জে শুরু হয়েছে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা। যশোর অঞ্চলের টেকসই কৃষি প্রকল্পের আওতায় আয়োজিত এই মেলায় সরকারি-বেসরকারি মিলিয়ে অংশ নিচ্ছে ২২টি প্রতিষ্ঠান।
সোমবার (১৯ জানুয়ারি) সকালে কালিগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে সাদা কবুতর উড়িয়ে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ। এ সময় কৃষকদের উদ্দেশে তিনি বলেন, আধুনিক প্রযুক্তির ব্যবহারই পারে কৃষিকে লাভজনক ও টেকসই করতে।
উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনির সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন ঝিনাইদহের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ। তিনি বলেন, “কৃষিতে প্রযুক্তির ব্যবহার বাড়লে উৎপাদন খরচ কমবে, বাড়বে কৃষকের আয়।”
মেলায় আধুনিক যন্ত্রপাতি, উন্নত জাতের বীজ, স্মার্ট সার ব্যবস্থাপনা, রোগবালাই দমন কৌশল এবং পরিবেশবান্ধব চাষাবাদ পদ্ধতি সরাসরি কৃষকদের সামনে তুলে ধরা হচ্ছে। মেলায় আসা কৃষকদের ভিড় ও আগ্রহ ছিল চোখে পড়ার মতো।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন। অনেক কৃষকই জানান, এই মেলা তাদের আধুনিক চাষাবাদ সম্পর্কে বাস্তব ধারণা দিচ্ছে। সংবাদ প্রকাশঃ ১৯-০১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন