টেকনাফে নৌবাহিনী–থানা পুলিশের যৌথ অভিযানে অস্ত্রসহ ওয়ারেন্টভুক্ত সন্ত্রাসী গ্রেপ্তার

সিটিভি নিউজ।। ফরহাদ রহমান কক্সবাজার প্রতিনিধি ========= টেকনাফে বাংলাদেশ নৌবাহিনী ও টেকনাফ মডেল থানা পুলিশের যৌথ অভিযানে দুইটি বিদেশি পিস্তল, গুলি ও একটি ছুরিসহ এক অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তি একাধিক গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত মামলার আসামি।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলাম জানান, সোমবার (১৯ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ২টা ২৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে নৌবাহিনীর সহযোগিতায় থানার একটি যৌথ টিম টেকনাফ সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নাজিরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে একটি তরমুজ খেতের ছাপড়া ঘর থেকে শামশুল হক ওরফে বদাফুলা (৩৫) নামে এক অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়। তিনি নুর মোহাম্মদের ছেলে ও নাজিরপাড়ার বাসিন্দা। অভিযানের সময় তার এক সহযোগী কৌশলে পালিয়ে যায়।
ওসি জানান, গ্রেপ্তারকৃতের দেখানো মতে তল্লাশি চালিয়ে মাটির নিচে লুকানো অবস্থায় একটি ৭.৬২ মি.মি. বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও একটি গুলি উদ্ধার করা হয়। এছাড়া ছাপড়া ঘরের চালার ভেতরে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় একটি ৯ মি.মি. বিদেশি পিস্তল, ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি, দুটি শর্টগানের কার্তুজ এবং একটি স্টিলের ছুরি জব্দ করা হয়। উদ্ধারকৃত আলামত ভোর ৪টা ১৫ মিনিটে জব্দ তালিকাভুক্ত করা হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তার শামশুল হক ওরফে বদাফুলার বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি, মাদক ও মারামারিসহ মোট ১১টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এর মধ্যে ছয়টি মামলায় তিনি গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি।
এ ঘটনায় টেকনাফ মডেল থানায় অস্ত্র আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে। সংবাদ প্রকাশঃ ১৯-০১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=