৩৩ বছর পর প্রাণের উৎসব, ব্রাহ্মণপাড়ায় এসএসসি-৯২ ব্যাচের ঐতিহ্যের মিলনমেলা

সিটিভি নিউজ।। ‎মোঃ বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।। সংবাদদাতা জানান ===== ‎এসএসসি পরীক্ষার পর পেরিয়ে গেছে ৩৩ টি বছর। ১৬ বছরের সহপাঠীদের বয়স এখন ৫০ বছরেরও বেশি। কৈশোরের চেহারা বদলে গেছে সংসার ও পেশার ভারে। তারপরও ‘প্রাণের বন্ধনে, বন্ধুত্বের টানে’ একত্র হয়েছিলেন তাঁরা। কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় ঐতিহ্যের এসএসসি-৯২ ব্যাচের সংগঠনটি আয়োজন করে এক ঝমঁকালো মিলনমেলার। শনিবার (১৯ জানুয়ারী) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভগবান সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জমকালো আয়োজনের মধ্যদিয়ে এই মিলনমেলা অনুষ্ঠিত হয়। এসময় ৯২ ব্যাচের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় দুই শতাধিক বন্ধু-বান্ধব উপস্থিত ছিলেন। পবিত্র কোরআন তেলাওয়াত এর মধ্যদিয়ে দিনব্যাপী আনুষ্ঠানিকতা শুরু হয়। এসময় প্রয়াত বন্ধুদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে বিদ্যালয়ের সময়ের মতো জাতীয় সংগীতে সবাই অংশগ্রহন করেন। তবে সময়ের সঙ্গে বদলে যাওয়া মুখগুলো ফিরে আসে পরিচিতি পর্বে। এছাড়া আয়োজনের মধ্যে ছিল সংবর্ধনা, আলোচনা সভা, সদস্যদের ক্রীড়া প্রতিযোগিতা, স্মৃতিচারণা, র‍্যাফেল ড্র, মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনাসহ নানা অনুষ্ঠান। এসএসসি-৯২ ব্যাচের ৩৩ বছর পূর্তি উদ্‌যাপন অনুষ্ঠানের আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম বলেন, স্কুল জীবনের বন্ধুত্ব কখনো নষ্ট হয় না। তারা কখনো কেউ কাউকে ভুলে থাকতে পারে না, ভুলে থাকা যায় না। তারা থাকে হৃদয়ের মাঝে। স্কুল জীবনের সেই সব প্রাণের বন্ধুদের সঙ্গে একই ছায়াতলে বসার এটা আমাদের প্রচেষ্টা মাত্র। এখান থেকে সামনের দিনগুলোতে সকলেই একে অপরের সুখ-দুঃখে পাশে দাঁড়াবে এটাই আমরা চাই। সংবাদ প্রকাশঃ ১৮-০১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন