গণসংযোগে কৃষক-শ্রমিকদের কাছে হ্যাঁ ভোটের আহ্বান দুর্নীতি করব না, করতে দেব না”—কাজী দ্বীন মোহাম্মাদ

সিটিভি নিউজ।। তৌহিদ হোসেন সরকার কুমিল্লা সংবাদদাতা ====
দুর্নীতি করব না, করতে দেব না” ছেলে-মেয়েদের ঘুষ ছাড়া চাকরি, একহাতে সার্টিফিকেট আর এক হাতে চাকরি—এটাই আমাদের টার্গেট, ইউনিয়নের ওয়ার্ডে, গ্রামে পাড়া মহল্লায় সাধারন মানুষের সাথে এ কথা বলছেন এবং জুলাই যোদ্ধাদের জন্য ও দেশ বাঁচাতে হ্যাঁ ভোটের আহবান জানান তিনি

কুমিল্লা–৬ (আদর্শ সদর, কুমিল্লা মহানগরী, সদর দক্ষিণ ও সেনানিবাস এলাকা) আসনের সংসদ সদস্য প্রার্থী কাজী দ্বীন মোহাম্মাদ রবিবার (১৮ জানুয়ারি) দিনব্যাপী গণসংযোগ, উঠান বৈঠক ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি সদর উপজেলার আমরাতলি ইউনিয়নের বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন।
সকাল ১০টায় আমরাতলি ইউনিয়নে গণসংযোগের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু করেন কাজী দ্বীন। রসুলপুর, ভুবনগড় হয়ে জামবাড়ি পর্যন্ত কৃষক-শ্রমিকদেরও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। এসময় আসন্ন জাতীয় নির্বাচনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান।
গণসংযোগে অংশ নেন ইউনিয়ন আমীর ডা. সিরাজুল ইসলাম, পাঁচথুবী ইউনিয়ন আমীর মাওলানা আব্দুল কাদের, ইসলামী ছাত্র শিবিরের মহানগরীর সেক্রেটারি নাজমুল হাসান পঞ্চায়েত, মো. শাহজাহান ও শিবির নেতা নাজমুলসহ দলীয় নেতাকর্মীরা।
এ সময় বক্তব্যে কাজী দ্বীন মোহাম্মাদ বলেন, “ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ গড়তে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। গত চুয়ান্ন বছরের দুঃশাসনে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা শুধু আশ্বাস দিয়েছে, বাস্তবতা ছিল ভিন্ন।” কৃষকদের জন্য সুদমুক্ত লোন, কৃষিপণ্যের ন্যায্য মূল্য নিশ্চিতকরণ, কৃষকবান্ধব বাজারব্যবস্থা এবং উদ্যোক্তাদের বিশেষ লোন প্রদানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি।
তিনি আরও বলেন, “ছেলে-মেয়েদের ঘুষ ছাড়া চাকরি, একহাতে সার্টিফিকেট আর একহাতে চাকরি—এটাই আমাদের টার্গেট। জামায়াতের দুজন মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল না। আমরা দুর্নীতি করি না, করতেও দেব না। ইউনিয়ন অফিসে সরকারি ফি ছাড়া অতিরিক্ত অর্থ আদায় ও ভূমি অফিসে দুর্নীতি বন্ধ করা হবে।”
তরুণদের উদ্দেশে তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যেমন সফল হয়েছে, আপনাদেরও সেইভাবে এগিয়ে যেতে হবে, আমরা সফল হবো ইনশাআল্লাহ।”
পরে সন্ধ্যা ৬টায় কান্দিরপাড় এলাকায় গণসংযোগ করেন তিনি। এতে অংশ নেন অঞ্চল সেক্রেটারি মাস্টার নুরে আলম বাবু, ১১ নং ওয়ার্ড আমীর আশিকুল আমিন, ৮ নং ওয়ার্ড আমীর মো. ফকরুল ইসলাম, ১২ নং ওয়ার্ড সেক্রেটারি ও কাউন্সিলর প্রার্থী হাফেজ হুমায়ুন কবির, ৮ নং ওয়ার্ড সেক্রেটারি আক্তার জামিল, ১৩ নং ওয়ার্ড আমীর ইস্রাফিল আলম ও সেক্রেটারি আমিনুর রহমান সোহেলসহ স্থানীয় নেতারা।
সদর হাসপাতাল রোডে সহ গণসংযোগ শেষে ভোটারদের প্রতি আবারও ‘হ্যাঁ’ ভোটের আহ্বান জানান তিনি।

ক্যাপশন: একজন কৃষকের সঙ্গে কথা বলছেন কুমিল্লা–৬ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী কাজী দ্বীন মোহাম্মাদ। সংবাদ প্রকাশঃ ১৮-০১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন