টেকনাফে পাহাড়ি এলাকায় গোলাগুলি, তরুণীর মৃত্যু

সিটিভি নিউজ।। ফরহাদ রহমান কক্সবাজার প্রতিনিধি ============
কক্সবাজারের টেকনাফে পাহাড়ি এলাকায় সন্ত্রাসী ও মানব পাচারকারী চক্রের গোলাগুলির ঘটনায় এক তরুণী প্রাণ হারিয়েছেন। শুক্রবার সন্ধ্যায় বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীপাড়া ৯ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত তরুণীর নাম সুমাইয়া আক্তার (১৮)। তিনি ওই এলাকার বাসিন্দা মো. ছিদ্দিক আহমদের মেয়ে।

স্থানীয়রা জানান, সন্ধ্যার পর হঠাৎ পাহাড়ের দিক থেকে একের পর এক গুলির শব্দ ভেসে আসে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক পরিবার ঘরের ভেতর আশ্রয় নেয়।

প্রতিবেশী এক নারী বলেন,
“প্রায় এক ঘণ্টার মতো গুলি চলেছে। আমরা ভয়ে দরজা-জানালা বন্ধ করে বসে ছিলাম। পরে শুনি পাশের বাড়ির মেয়েটা গুলিতে মারা গেছে। এমন ঘটনা আর সহ্য করা যায় না।”

নিহতের বাবা মো. ছিদ্দিক আহমদ বলেন,
“গুলির শব্দ শুনে কী হচ্ছে দেখার জন্য আমার মেয়ে একটু বাইরে তাকিয়েছিল। ঠিক তখনই গুলি এসে তার বুকে লাগে। আমার চোখের সামনে মেয়েটা মারা গেল।”

গুরুতর আহত অবস্থায় সুমাইয়াকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের চিকিৎসক নওশদ আলম কানন জানান, হাসপাতালে আনার আগেই তরুণীর মৃত্যু হয় এবং তার বুকে গুলির চিহ্ন রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন,
“পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল এলাকায় রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয় ইউপি সদস্য মো. ইলিয়াস জানান, পাহাড়ি এলাকায় দীর্ঘদিন ধরে মানব পাচারকারী ও সন্ত্রাসীদের আনাগোনা রয়েছে।
তিনি বলেন, “সাগরপথে লোক পাঠানোর প্রস্তুতিকে কেন্দ্র করেই এই গোলাগুলির ঘটনা ঘটে থাকতে পারে। সাধারণ মানুষ এর মধ্যে পড়ে প্রাণ হারাচ্ছে।”

এ ঘটনায় টেকনাফ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ও জেলা যুবদলের সহসভাপতি জাহেদ মাহমুদ ঘটনাস্থল পরিদর্শন করে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, পাহাড়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে কার্যকর ও সমন্বিত অভিযান ছাড়া টেকনাফে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। সংবাদ প্রকাশঃ ১৭-০১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন