মুরাদনগর থানার পুলিশ পরিদর্শকের অশালীন আচরণের ভিডিও ভাইরাল

তদন্ত ও শাস্তির দাবিতে ফুঁসে উঠেছে সচেতন মহল,
সিটিভি নিউজ।। বিল্লাল হোসেন, মুরাদনগর (কুমিল্লা) থেকে ঃ==========
কুমিল্লার মুরাদনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আমিন কাদের খাঁনের একটি কুরুচিপ‚র্ণ ও কুরুচিপ‚র্ণ কথোপকথনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। নিজ সরকারি কার্যালয়ে বসে একজন সাক্ষাৎপ্রার্থীর সঙ্গে আলাপকালে তিনি অত্যন্ত অশালীন ভাষা ব্যবহার করেন, যা এখন টক অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে।
ভিডিওটিতে দেখা যায়, ওই পুলিশ কর্মকর্তা সাধারণ মানুষের প্রতি চরম অবজ্ঞা প্রদর্শনের পাশাপাশি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়েও অত্যন্ত কুরুচিপূর্ণ ও ধৃষ্টতাপূর্ণ মন্তব্য করছেন। একজন দায়িত্বশীল পদে থেকে সরকারি অফিসে বসে এমন আচরণকে পুলিশের শৃঙ্খলা ও পেশাদারিত্বের চরম লঙ্ঘন হিসেবে দেখছেন সচেতন মহল।
জনগুরুত্বপূর্ণ এই ভিডিওটি প্রকাশ্যে আসার পর সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। পুলিশ বাহিনীর ভাবমূর্তি রক্ষায় এবং শৃঙ্খলা বজায় রাখতে অভিযুক্ত ইন্সপেক্টর আমিন কাদের খাঁনের বিরুদ্ধে দ্রæত তদন্ত সাপেক্ষে কঠোর বিভাগীয় ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
এ বিষয়ে মুরাদনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আমিন কাদের খাঁনের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও মোবাইল ফোন (০১৩২০-১১৪২৫৭) বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান জামিল খান বলেন, বিষয়টি অফিসিয়াল নয়, কথার ফাকে উত্তেজনাবশতঃ বলে ফেলেছে। বিষয়টি উধ্বর্তন কর্র্তৃপক্ষ দেখছেন। সংবাদ প্রকাশঃ ১৭-০১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=