প্রচন্ড ঠান্ডা আর ঘন কুয়াশা উপেক্ষা করে নিন্মাঞ্চলে ইরি-বোরো ধান রোপণ শুরু

সিটিভি নিউজ।।মোহাম্মদ আককাস আলী :সংবাদদাতা জানান ===== শস্য ভান্ডার হিসেবে খ্যাত নওগাঁয় নিন্মাঞ্চলে ইরি-বোরো ধান রোপণ করতে শুরু করেছে কৃষক। প্রচন্ড ঠান্ডা আর ঘন কুয়াশা উপেক্ষা করে ইরি-বোরো ধান লাগানো উপযোগী ফাকা জমিগুলোতে স্বল্প পরিসরে ধান লাগানো শুরু হয়েছে। বন্যার পানি দ্রুত নেমে যাওয়ায় এই এলাকার কৃষকরা জমি চাষ শুরু করলেও পুরোদমে ইরি-বোরো ধান রোপণের আর কিছুটা সময় লাগবে। কৃষি বিভাগ বলছে রাণীনগর উপজেলার মিরাট ইউনিয়নে বিলঅঞ্চল হওয়ায় পানি নেমে যাওয়ার সাথে সাথে এই এলাকার চাষিরা কিছুটা আগে ধান লাগানো শুরু করে।
জানা গেছে, উপজেলার ৮টি ইউনিয়নে বন্যার পানি নেমে যাবার সাথে সাথে কৃষকরা তরিঘড়ি করে মাঠে নামেন বীজতলা তৈরি করার জন্য। চলতি ইরি-বোরো মৌসুমে রাণীনগর উপজেলায় ১৯ হাজার হেক্টর জমিতে ইরি-বোরো ধান রোপণের লক্ষ্যে নির্ধারণ করা হয়েছে। ইতি মধ্যে ৯৯০ হেক্টর জমিতে বীজতলা তৈরি করা হয়েছে। স্থানীয় কৃষি বিভাগের জোড়ালো নজদারী আর কৃষকদের সচেতনতার কারণে ঘন কুয়াশা আর ঠাণ্ডার মধ্যে রোগ বালায় মুক্ত রয়েছে বীজতলা। সংবাদ প্রকাশঃ ১৩-০১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=