ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল মাদ্রাসা ছাত্রের

সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি:================
কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার উপজেলায় ট্রাক্টরের ধাক্কায় সিএনজি যাত্রী এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছেন। নিহতের নাম জুনাইদ হোসেন (২২)। তিনি আলিয়া মাদ্রাসার ছাত্র ছিলেন।
সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৬টার দিকে দেবীদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের দক্ষিণ নারায়ণপুর (ছয়গুরা) এলাকায় সনি ব্রিকস ফিল্ডের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কুমিল্লাগামী একটি সিএনজিকে বিপরীত দিক থেকে আসা দ্রæতগতির ইটবোঝাই একটি ট্রাক্টর সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সিএনজির যাত্রী জুনাইদ হোসেন নিহত হন এবং সিএনজি চালক গুরুতর আহত হন।
নিহত জুনাইদ হোসেন নরসিংদী জেলার রায়পুরা উপজেলার সমীবাদ গ্রা মের মো. আক্তার হোসেনের ছেলে। তিনি মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন সোনাকান্দা আলিয়া মাদ্রাসার তৃতীয় বর্ষে অধ্যয়নরত ছিলেন।
মীরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আক্তারুজ্জামান রাত সোয়া ৯টায় জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনায় কবলিত সিএনজি ও ট্রাক্টরটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের পরিবারকে অবহিত করা হয়েছে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
ছবির ক্যাপশন: দেবীদ্বারে সড়ক দুর্ঘটনায় নিহত মাদ্রাসা ছাত্র জুনাইদ হোসেন (২২)। (সংগৃহীত ছবি) সংবাদ প্রকাশঃ ১৩-০১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=