কক্সবাজার সমুদ্রে কোস্ট গার্ডের অভিযান: আগ্নেয়াস্ত্রসহ ১৯ ডাকাত আটক, একজন নিহত

সিটিভি নিউজ।। ফরহাদ রহমান কক্সবাজার প্রতিনিধি ============ কক্সবাজারের কলাতলী সমুদ্র এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ ১৯ জন ডাকাতকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। অভিযানে গুলিবিদ্ধ হয়ে একজন ডাকাতের মৃত্যু হয়েছে।

বাংলাদেশ কোস্ট গার্ড সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়—কলাতলী সংলগ্ন সমুদ্র এলাকায় কয়েকটি ফিশিং বোটে অবস্থান নিয়ে সংঘবদ্ধ একটি ডাকাত চক্র ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার (৯ জানুয়ারি) রাত ১১টার দিকে টহলরত কোস্ট গার্ড জাহাজ ‘সবুজ বাংলা’ উক্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে সমুদ্রে চলাচলরত দুটি সন্দেহজনক ফিশিং বোটকে থামার সংকেত দেওয়া হলে বোট দুটি তা অমান্য করে আলো নিভিয়ে পালানোর চেষ্টা করে। কোস্ট গার্ড জাহাজ ধাওয়া করলে একটি বোট পালিয়ে যেতে সক্ষম হলেও অন্য একটি বোট থেকে কোস্ট গার্ড সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। আত্মরক্ষার্থে কোস্ট গার্ড সদস্যরা পাল্টা গুলি চালালে মো. আনিস (৪০) নামে এক ডাকাত গুলিবিদ্ধ হন।

পরবর্তীতে ঘণ্টাব্যাপী ধাওয়ার পর বোটটি আটক করা হয়। আটক বোটে তল্লাশি চালিয়ে ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২ রাউন্ড তাজা কার্তুজ ও ১১টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে ১৯ জন ডাকাতকে আটক করা হয়।

গুলিবিদ্ধ ডাকাত মো. আনিসকে জীবিত উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১০ জানুয়ারি) মধ্যরাত ২টা ৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জব্দকৃত অস্ত্র ও আলামতসহ আটক ডাকাতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে রোববার (১১ জানুয়ারি) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, উপকূলীয় ও সমুদ্র এলাকায় অপরাধ দমনে বাংলাদেশ কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সংবাদ প্রকাশঃ ১২-০১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন