দেবীদ্বারে ভ্রাম্যমান আদালতের অভিযান: কৃষি জমির মাটি লুট; ড্রেজার ধ্বংস ও কারাদণ্ড

সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার: সংবাদদাতা জানান ====
কুমিল্লার দেবীদ্বারে ফসলি জমিতে ড্রেজার বসিয়ে কৃষিজমির টপ সয়েল কেটে নেয়ার অভিযোগে, ভ্রাম্যমান আদালতের অভিযানে ড্রেজার মালিককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ড্রেজার ধ্বংস করে দিয়েছে উপজেলা প্রসাশন।
রবিবার(১১জানুয়ারি) দুপুরে উপজেলার সুবিল ইউনিয়নের ৮নং ওয়ার্ড বুড়িরপার বাজারের নিকটবর্তী জুলুশ ফকিরের বাড়ির পাশের মাঠে ফসলি জমিতে ব্যাবহৃত ড্রেজার মেশিনটি ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফয়সল উদ্দিনের নেতৃত্বে অভিযানে ধ্বংস করা হয় এবং একই ইউনিয়নের বুড়িরপার গ্রামের জুজু মিয়ার ছেলে ড্রেজার মালিক মোঃ মাছুম (২৮)’কে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় তাকে এ সাজা দেওয়া হয়। এসময় দেবীদ্বার থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন। স্থানীয়রা প্রশাসনের অভিযানকে স্বাগত জানিয়ে এসব অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে আরোও জোড়ালো ভূমিকা রাখার দাবি জানিয়েছেন।
এবিষয়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফয়সল উদ্দিন বলেন, কৃষিজমি ও পরিবেশ রক্ষায় আমাদের অভিযান অব্যাহত আছে। আজ একটি ড্রেজার ধ্বংস ও ড্রেজার মালিককে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গত সপ্তাহে ভ্রাম্যমান আদালতের অভিযানে গুনাইঘর দক্ষিণ ইউনিয়নে দুটি ড্রেজার ধ্বংস করা হয়েছে। তাছাড়া গোমতী নদীতে মাটি কাটার অভিযোগে ইতিমধ্যে অভিযানে কয়েকটি ট্রাক্টর আটক করা হয়েছে ও কারাদণ্ড প্রদান করা হয়েছে। এসব অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
ছবির ক্যাপশনঃ দেবীদ্বারে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা সহকারি কমিশনার ও পৌর প্রশাশক মো. ফয়সাল উদ্দিনের নেতৃত্বে ড্রেজার ধ্বংস ও কারাদন্ড দেয়া হয়। সংবাদ প্রকাশঃ ১১-০১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=