ভ্যাট প্রক্রিয়া জটিলতা ও হয়রানি ব্যবসায়ীদের জন্য বড় বাধা : বদু

সিটিভি নিউজ, এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : বৈশ্বিক মূল্যবৃদ্ধি, আমদানী নির্ভরতার কারণে পণ্য উৎপাদন খরচ বেড়ে চলেছে, ভ্যাট প্রক্রিয়া জটিলতা ও হয়রানি ব্যবসায়ীদের জন্য বড় বাধা বলে মন্তব্য করেছেন বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের সভাপতি বদিউজ্জামান বদু।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ শহরের হোসিয়ারী কমিউনিটি সেন্টারে বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভার শুরুতে হোসিয়ারী সমিতির মৃত সদস্যদের রুহের আত্মার মাগফিরাত কামনা করে অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে বদিউজ্জামান বদু আরও বলেন, সারা বাংলাদেশের ব্যবসায়ীদের পক্ষে আমরাই প্রথম চাঁদাবাজদের বিরুদ্ধে লাঠি মিছিল করেছিলাম। এর একটা সুফল সকল ব্যবসায়ীরা পেয়েছেন। প্রশাসন এরই পরিপ্রেক্ষিতে বিভিন্ন যায়গায় অভিযান পরিচালনা করে বেশ কিছু চাঁদাবাজ গ্রেপ্তার করেছে। এতে ব্যবসায়ীরা উপকৃত হয়েছেন।
তিনি আরও বলেন, ব্যবসায়ীদের সকল ধরনের সমস্যা সমাধান সহ নানা প্রতিকূলতা থেকে মুক্তি দিতে হোসিয়ারি সমিতি কাজ করে যাচ্ছে। এই এসোসিয়েশনের মাধ্যমে ব্যাবসায়ীরা যাতে ন্যায্যতার মাধ্যমে কাজ করতে পারে সে জন্য আমরা কাজ করে যাচ্ছি। সংবাদ প্রকাশঃ ০৯-০১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন