উখিয়ায় বিজিবির চেকপোস্টে ৯৫৫ পিস ইয়াবাসহ যুবক আটক

সিটিভি নিউজ।। ফরহাদ রহমান কক্সবাজার প্রতিনিধি ==========
কক্সবাজারের উখিয়ায় হোয়াইক্যং চেকপোস্টে অভিযান চালিয়ে ৯৫৫ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধীনস্থ হোয়াইক্যং চেকপোস্টে এ অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তি মোহাম্মদ সাদেক (২৩)। তিনি টেকনাফ উপজেলার উত্তর নাজিরপাড়া গ্রামের হাজী মোজাহার মিয়ার ছেলে।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম, জি বিষয়টি নিশ্চিত করে জানান, টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী পালকী বাস চেকপোস্টে তল্লাশির সময় সন্দেহভাজন হিসেবে সাদেককে আটক করা হয়। পরে তার কোমরের বেল্টের ভেতরে সাদা টেপে মোড়ানো অবস্থায় ৯৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি ইয়াবাগুলো টেকনাফ থেকে সংগ্রহ করে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে বহন করছিল বলে স্বীকার করেছে। তবে ওই বাসে তল্লাশি চালিয়ে আর কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি বলে জানান বিজিবির এই কর্মকর্তা।

তিনি আরও বলেন, মাদক সরবরাহকারী চক্র এবং এর সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা ও আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজিবি সূত্র জানায়, সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে তারা কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মাদক ও অবৈধ কার্যক্রম দমনে সক্রিয় ভূমিকা রেখে চলেছে। এসব অভিযানে উখিয়া ও টেকনাফবাসীর মধ্যে স্বস্তি ও আস্থা বৃদ্ধি পেয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।সংবাদ প্রকাশঃ ০৭-০১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন