বিজরা ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

সিটিভি নিউজ।। মোহাম্মদ মাসুদ মজুমদার: সংবাদদাতা জানান ====
কুমিল্লার লাকসাম উপজেলার বিজরা বাজার ব্যবসায়ী উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি ) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিজরা স্কুল মাঠে এ চিকিৎসা সেবার আয়োজন করা হয়।
বিজরা বাজার কমিটির সহ সভাপতি লোকমান হোসেন বাহার এবং সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের সার্বিক তত্ত্বাবধানে ক্যাম্পে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসকরা রোগীদের সেবা প্রদান করেন। চিকিৎসাসেবায় অংশ নেন— ডা. মোহাম্মদ আতিকুর রহমান সরকার, ডা. মোঃ নাসির উদ্দীনসহ আরও অনেকে।
সকালের শুরু থেকেই বিভিন্ন বয়সের নারী-পুরুষ, শিশু ও বয়োবৃদ্ধরা বিনামূল্যে চিকিৎসা ও স্বাস্থ্যপরামর্শ নিতে ক্যাম্পে ভিড় করেন। এই এলাকার আশেপাশের গ্রামের প্রায় ছয় শতাধিক মানুষ এ ক্যাম্প থেকে চিকিৎসাসেবা গ্রহণ করেন। পাশাপাশি বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।
চিকিৎসা নিতে আসা রহিমা বেগম বলেন, মাইকে কয়েকদিন ধরে শুনছি বড় বড় ডাক্তার আসবেন, আবার নাকি ফ্রী ওষুধ দেবেন। আজ এসে দেখি সত্যি তাই। যেসব ডাক্তার রোগী দেখছেন এনাদের ভিজিট তো অনেক টাকা দিয়ে প্রাইভেট হাসপাতালে দেখাতে হয়। ফ্রি তাদের(ডাক্তার) দেখাইছি, আর ওষুধ ও এখান থেকে দিয়েছে। আমার মতো যারা আসছে সবাই সন্তুষ্ট।’
এসময় উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা লালমাই উপজেলার বাকই উত্তর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন দেলু, ছাত্রদল নেতা জিসান। এছাড়াও স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, গ্রামাঞ্চলে চিকিৎসা সেবা পৌঁছে দিতে আমাদের বিনামূল্যের এ মেডিকেল ক্যাম্প। দিনব্যাপী ৪ জন বিশেষজ্ঞ চিকিৎসক প্রায় ছয়শতাধিক রোগী দেখেছেন। প্রত্যন্ত অঞ্চলের প্রান্তিক মানুষগুলোকে ও চিকিৎসা সেবার আওতায় আনা আমাদের মূল উদ্দেশ্য। সংবাদ প্রকাশঃ ০২-০১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=