কক্সবাজারে ৫০ হাজার ইয়াবাসহ নারীসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

সিটিভি নিউজ।। ফরহাদ রহমান কক্সবাজার প্রতিনিধি ============ কক্সবাজার সদর মডেল থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ নারীসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি নাম্বারবিহীন সিএনজিও জব্দ করা হয়।
বৃহস্পতিবার (১ জানুয়ারি ২০২৬) দুপুর আনুমানিক ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের একটি আভিযানিক দল মেরিন ড্রাইভের ভাঙারমুখ চেকপোস্টে তল্লাশি কার্যক্রম পরিচালনা করে।
পুলিশ জানায়, চেকপোস্টে একটি নাম্বারবিহীন সিএনজিকে থামার সংকেত দেওয়া হলে চালক তা অমান্য করে দ্রুত পালানোর চেষ্টা করে। পরে পুলিশ সদস্যরা সিএনজিটির গতিবিধি অনুসরণ করে হোটেল রামাদা’র সামনে গিয়ে সেটি আটক করতে সক্ষম হন।
সিএনজিটি তল্লাশি করে গ্যাস সিলিন্ডারের ভেতরে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় সিএনজিতে থাকা এক পুরুষ ও এক নারীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—
আবুল কাসেম (৬১), পিতা: জবর মুল্লুক, সাং: কুতুবদিয়া পাড়া, হোয়াইক্যং, দিলরুবার ঘর, ৩নং ওয়ার্ড, থানা: টেকনাফ।
ইসমত আরা বেগম (২৬), স্বামী: জিহাদুল ইসলাম, পিতা: মোক্তার আহমেদ; সাং: কুতুবদিয়া পাড়া, ৩নং ওয়ার্ড, মিঠাছড়ি, সেকান্দরের বাড়ি, ইউপি: শাফলাপুর, থানা: মহেশখালী, জেলা: কক্সবাজার।
কক্সবাজার সদর মডেল থানা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত ইয়াবা ও জব্দকৃত সিএনজি মাদক পাচারের কাজে ব্যবহৃত হচ্ছিল। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে। সংবাদ প্রকাশঃ ০২-০১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=