অধ্যক্ষকে রাজকিয় ভাবে ফুলে সজ্জিত গাড়িতে বিদায় বুড়িচং কালিকা পুর আব্দুল মতিন খসরু সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ মফিজুল ইসলাম-এর অবসরজনিত বিদায় সংবর্ধনা

সিটিভি নিউজ।। সৌরভ মাহমুদ হারুন সংবাদদাতা জানান =====
মঙ্গলবার ৩০ ডিসেম্বর কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়ন এর কালিকাপুর আব্দুল মতিন খসরু সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ মফিজুল ইসলাম-এর শেষ কর্মদিবস উপলক্ষে শিক্ষক পরিষদ, বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রী এবং এলাকাবাসীর যৌথ উদ্যোগে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে কলেজ ক্যাম্পাস ও মিলনায়তন বর্ণাঢ্য সাজে সজ্জিত করা হয়।সুজ্জিত গাড়ি করে কলেজ ক্যাম্পাসে এবং কালিকা পুর বাজার ঘুরিয়ে তাকে রাজকিয় বিদায় জানানো হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের উপাধ্যক্ষ মোঃ জামাল হোসেন এবং পরিচালনা করেন প্রভাষক মাহবুব আলম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফজলুল রহমান মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ মোঃ আবু তাহের, নিমসার জুনাব আলী কলেজের অধ্যক্ষ মোঃ মামুন মিয়া মজুমদার, কুমিল্লা রেসিডেন্সিয়াল কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল হান্নান, শংকুচাইল ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ সাদেক ভূঁইয়া, পারুয়ারা আব্দুল মতিন খসরু কলেজের অধ্যক্ষ আবু ইউসুফ ভূঁইয়া, নাগাইশ সরকারি কলেজের অধ্যক্ষ খলিলউদ্দিন আখন্দ, ফকিরবাজার কলেজের অধ্যক্ষ পিজিউল আলম, ছয়গ্রাম আলিম মাদ্রাসার অধ্যক্ষ জাহাঙ্গীর আলম খান, ফকিরবাজার মাদ্রাসার অধ্যক্ষ আবুল বাশার।
সম্মানিত বিশেষ মেহমান হিসেবে বক্তব্য রাখেন কলেজের প্রাক্তন ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বায়েজিদ সুমন।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম, সাবেক চেয়ারম্যান জামশেদুল আলম, জসিমউদ্দিন মাষ্টার এবং ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক পলাশ।

আরও বক্তব্য রাখেন প্রভাষক মোঃ শাহানুর রহমান, মানপত্র পাঠ করেন প্রভাষক সুরেখা বেগম। শিক্ষক প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন প্রভাষক আখতারুজ্জামান, সহকারী অধ্যাপক খোরশেদ আলম ও লাইব্রেরিয়ান দুলাল হোসেন।

বর্তমান শিক্ষার্থীদের বিভিন্ন বিভাগ ও প্রাক্তন শিক্ষার্থীদের বিভিন্ন ব্যাচের পক্ষ থেকে অধ্যক্ষ মহোদয়কে ফুলের তোড়া, সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী প্রদান করা হয়। এ সময় বক্তব্য রাখেন ডাঃ আবু হানিফ, আরিফুর রহমান ও মিজানুর রহমান। প্রায় পাঁচ শতাধিক অতিথির মধ্যে বিদায় উপলক্ষে প্রকাশিত “বিদায় স্মরণিকা” বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিশেষ ভাবে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদায়ী সংবর্ধিত অধ্যক্ষের সহধর্মিণী, ইস্টার্ন মেডিক্যাল কলেজের অধ্যাপক ডাঃ শামীমা আক্তার রেখা, যিনি পারিবারিক দৃষ্টিকোণ থেdকে অধ্যক্ষ দীর্ঘ চাকরিজীবন নিয়ে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিদায়ী অধ্যক্ষ মোঃ মফিজুল ইসলাম স্মৃতিচারণমূলক বক্তৃতায় উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সন্তুষ্টচিত্তে কর্মজীবন শেষ করতে পারায় মহান সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া আদায় করেন। প্রভাষক জামাল হোসেন-এর পরিচালনায় দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়। অনুষ্ঠান শেষে অধ্যক্ষ কে কলেজ প্রাঙ্গণ থেকে ফুলেল সজ্জায় সজ্জিত গাড়িতে উঠেন। ছাত্রছাত্রী, শিক্ষক, এলাকাবাসী ও অতিথিরা পুরো পথ জুড়ে ফুল ছিটিয়ে তাঁকে বিদায় ও শুভেচ্ছা জানান। অধ্যক্ষ মহোদয় জীবনের এই গুরুত্বপূর্ণ মাইলফলকে কলেজ এর শীতকালীন ছুটির মধ্যেও এত ছাত্রছাত্রী ও অতিথির উপস্থিতিতে অভিভূত হয়ে পড়েন। এ সময় সবার মাঝে বেশ আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়।সংবাদ প্রকাশঃ ৩১-১২-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন