ব্রাহ্মণপাড়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় বক্তারা নির্বাচনকে সামনে রেখে আচরণ বিধি লঙ্ঘনে কঠোর থাকবে উপজেলা প্রশাসন

সিটিভি নিউজ।। মোঃ অপু খান চৌধুরী।। সংবাদদাতা জানান ====
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আচরণ বিধি লঙ্ঘন, অনিয়ম ও দুর্নীতির কার্যক্রম করলে কঠোর থাকবে প্রশাসন। এ ছাড়াও কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় আইনশৃঙ্খলা রক্ষায় মাদক, ড্রেজার, চোরাকারবারী ও সকল অপরাধ নির্মূলের ক্ষেত্রে অপরাধীদের কঠোর হস্তে দমন করা হবে। কিশোর গ্যাং, চুরি, ছিনতাই ও ভাড়া নৈরাজ্য ঠেকাতে সোচ্চার থাকবে আইনশৃঙ্খলা বাহিনী। উপজেলার বিভিন্ন খাল ভরাট করা ও খালে অবাধ পানি প্রবাহে প্রয়োজনীয় প্রদক্ষেপ গ্রহন করার কথা জানান উপজেলা প্রশাসন। এছাড়া ইভটিজিং, বাল্য বিবাহ, ভেকু ও ড্রেজার মেশিনে বালু উত্তোলন কারীদের বিরোদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। গতকাল ২৯ ডিসেম্বর (সোমবার ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মাসিক আইনশৃঙ্খলা সভায় এ সকল সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা জাহান এর সভাপতিত্বে ও পরিচালনায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান, ব্রাহ্মণপাড়া থানার সেকেন্ড অফিসার মেহেদী হাসান জুয়েল, ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাঃ সোহেল রানা, শিক্ষা কর্মকর্তা সৈয়দা হালিমা পারভিন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবদুল মতিন, মৎস কর্মকর্তা রাগিব হাসান, মুক্তিযোদ্বা কমান্ডার ইদ্রিস মিয়া মাস্টার, সাবেক কমান্ডার নুরুল ইসলাম, দুলালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান রিপন ভূইয়া, চান্দলা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ মুরাদ, সালদা ও শশীদল বিওপি প্রধান , উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এ সময় বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট প্রকাশ করেন বক্তারা। এছাড়াও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সবার সহযোগিতা কামনা করা হয়। সংবাদ প্রকাশঃ ২৯-১২-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন