কুমিল্লা-১০ ( নাঙ্গলকোট–লালমাই) আসনের বিএনপির প্রার্থী আব্দুল গফুর ভূঁইয়াকে বিজয়ী করতে মতবিনিময়

সিটিভি নিউজ।। মজিবুর রহমান মোল্লা নাঙ্গলকোট ===============কুমিল্লা-১০ ( নাঙ্গলকোট–লালমাই) সংসদীয় আসনে বি এন পির ঐক্য অটুট রেখে ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব আব্দুল গফুর ভূঁইয়াকে বিজয়ী করার লক্ষ্যে মতবিনিময় সভা শুক্রবার সন্ধ্যায় কুমিল্লাস্হ নুরজাহান হোটেল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
নাঙ্গলকোট উপজেলা বিএনপি সভাপতি আলী আক্কাছ চেয়ারম্যানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা-১০ সংসদীয় আসনের বি এন পি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব আব্দুল গফুর ভূঁইয়া।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা মহানগর বিএনপি আহবায়ক উৎবাতুল বারী আবু, হজ্ব এ্যাসোসিয়েশন হ্যাব এর সভাপতি ফরিদ আহম্মেদ মজুমদার, উপজেলা যুবদল সাবেক সভাপতি বদিউল আলম, পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক আনোয়ার হোসেন মুকুল, পৌরসভা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন নয়ন, রাজউক জাতীয়তাবাদী শ্রমিক দল সভাপতি জফর সাদেক, ট্যাক্সেস বার নেতা অ্যাডভোকেট মাঈন উদ্দিন, সাবেক উপজেলা যুবদল নেতা ইউছুপ নবী, উপজেলা বিএনপি সেক্রেটারি কলিমুল্লাহ চেয়ারম্যান, উপজেলা ছাত্রদল সাবেক সভাপতি মাজহারুল ইসলাম ছুপু, উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক সায়েম মজুমদার শিপু।
বক্তব্য রাখেন, বিএনপি নেতা শামছু উদ্দিন স্বপন, ঢাকা রূপপূর বিএনপি যুগ্ম আহবায়ক আব্দুল ওহাব আবু, কুমিল্লা জেলা যুবদল যুগ্ম আহবায়ক শাহ আলম, নাঙ্গলকোট উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক মোদাচ্ছের হোসেন লিটন, পেড়িয়া ইউনিয়ন যুবদল আহবায়ক মীনার হাবিব, যুবদল নেতা তাইজ উদ্দিন, আদ্রা যুবদল আহবায়ক বাহার উদ্দিন , ঢালুয়া ইউনিয়ন ছাত্রদল সাবেক সভাপতি শাহ আলম, ছাত্র দল নেতা আমির হামজা প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল গফুর ভূঁইয়া বলেন, বিগত ১৯ বছর পর আমরা আশার আলো দেখছি। দীর্ঘ ১৭ বছর পর আমাদের নেতা তারেক রহমান বীরের বেশে দেশে ফিরেছেন। আমি আপনাদের একজন কর্মী। জনগণের সম্পৃক্ততা থাকলে কর্মীর মৃত্যু হয় না। আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করব।
আবদুল গফুর ভূঁইয়া আরো বলেন, কারো প্রতি আমার কোন রাখ ক্ষোভ নেই। আমার প্রতিও কারো রাগ ক্ষোভ থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা সবাই শহীদ জিয়ার আদর্শের সৈনিক। তাই শহীদ জিয়ার আদর্শকে বুকে ধারণ করে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার জন্য সকলের প্রতি আহবান জানান।
সভায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়ার অনুসারী উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্র দলসহ অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী আব্দুল গফুর ভূঁইয়ার প্রতি একাত্মতা প্রকাশ করেন। সংবাদ প্রকাশঃ ২৮-১২-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=