দুদক ও দুপ্রক আয়োজিত পুরষ্কার প্রদান অনুষ্ঠানে বক্তারা
সিটিভি নিউজ।। গতকাল রোববার সকালে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) কুমিল্লার আয়োজনে মাধ্যমিক স্কুল শিক্ষার্র্থীদের রচনা প্রতিযোগিতার পুরষ্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে অনুষ্ঠানের পুরো সময় জুড়ে ছিল শিক্ষার্থীদের পরিবেশনায় দেশের গান ও কবিতা আবৃত্তি। কুমিল্লা কবি নজরুল ইনস্টিটিউট কেন্দ্রে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম ও প্রধান আলোচক ছিলেন দুদক, সমন্বিত জেলা কার্যালয় কুমিল্লার উপ পরিচালক মোঃ ফজলুল হক। দুপ্রক কুমিল্লা জেলা কমিটির সভাপতি শাহ মোঃ আলমগীর খানের সভাপতিত্বে এতে অন্যানের মাঝে বক্তব্য রাখেন, কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হাসানাত বাবুল, দুপ্রক সদস্য বদরুল হুদা জেনু, রোকেয়া বেগম শেফালি, ইনিঞ্জনিয়ার আবুল বাশার ফরিদ ও অধ্যাপক বিজয় কৃষ্ণ রায়। দুপ্রক সাধারণ সম্পাদক আলী আকবর মাসুমের পরিচালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি মোঃ রফিকুল ইসলাম বলেন, নতুন শিক্ষা ক্যারিকুলামে শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশের যে গুরুত্ব রয়েছে, তার দিক থেকে দুদক ও দুপ্রক শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে যেসব কার্যক্রম পরিচালনা করছে তারও প্রয়োজনীয়তা রয়েছে। তিনি শিক্ষার্থী ও শিক্ষক, অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীরা যদি নিয়মিত ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক চর্চার সুযোগ পায় তাহলে তারা চিন্তা, চেতনায় সত্যিকার শিক্ষিত ও ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে পারে। দুদক এর উপ পরিচালক মোঃ ফজলুল হক শিক্ষার্থীদের সুশিক্ষা প্রদানে শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের আরো বেশি আন্তরিক ও দায়িত্বশীল ভ‚মিকার প্রতি গুরুত্ব দিয়ে বলেন, আমাদের দেশে শিক্ষিত, উচ্চ শিক্ষিত মানুষ ক্রমেই বাড়য়ে। তাসত্তে¡ও সুশিক্ষার অভাব ও দায়িত্ব পালনে সর্বক্ষেত্রে যেরকম বিচ্যুতি লক্ষ্য করা যাচ্ছে তা থেকে উত্তরণে প্রতিটি শিক্ষার্থীকে সুশিক্ষায় গড়ে তোলার দায়িত্ব আমাদের নিতেই হবে।
স্কুল শিক্ষার্থীদের পরিবেশনায় একের পর এক দেশের গান ও কবিতা আবৃত্তিতে উপভোগ্য ও আনন্দময় হয়ে উঠে পুরো অনুষ্ঠান। তার শেষে ঘোষণা করা হয় রচনা প্রতিযোগিতায় অংশ নেওয়া ৭ টি শিক্ষা প্রতিষ্ঠানের বিজয়ীদের নাম। প্রতিযোগিতায় প্রথম হন নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী মেহজাবিন পাশা, দ্বিতীয় হন কুমিল্লা জিলা স্কুলের ৯ম শ্রেণির শিক্ষার্থী সায়মন ইসলাম ও তৃতীয় হন বাখরাবাদ গ্যাস আদর্শ বিদ্যালয়ের ছাত্র রাহাতুল ইসলাম। এছাড়া বিশেষ পুরষ্কার লাভ করেন কুমিল্লা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের ৯ম শ্রেণির ছাত্র অনুপ কর্মকার, মালেকা মমতাজ বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী নুসরাত জাহান মাইশা, কুমিল্লা শিক্ষাবোর্ড মডেল কলেজের ৯ম শ্রেণির ছাত্রী সামিহা মাহজাবিন ও কুমিল্লা হাই স্কুলের ৮ম শ্রেণির ছাত্র মাহিন রহমান। অনুষ্ঠানের অতিথি ও শিক্ষার্থীরা ভবিষ্যতেও এধরনের কার্যক্রম ও আয়োজন অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
আলী আকবর মাসুম, সাধারণ সম্পাদক, দুপ্রক, কুমিল্লা জেলা কমিটি । সংবাদ প্রকাশঃ ০৭-৭-২০২৪ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=