বুড়িচংয়ে ঐতিহ্য বাহী মাশরা দরবার শরীফের ২৫ বছরের ওরস বিভ্রান্তকর মূলক তথ্য ও জালিয়াতির মাধ্যমে বন্ধের অভিযোগ

সিটিভি নিউজ।। সৌরভ মাহমুদ হারুন = ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি===========
মিথ্যা, বিভ্রান্ত মূলক তথ্য দিয়ে ও স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে প্রশাসনে আবেদন করে ঐতিহ্য বাহী মাশরা হোসাইনিয়া রেজভী দরবার শরীফের ২৫বছর ধরে চলা বার্ষিক ওরস বন্ধের অভিযোগ উঠেছে। কুমিল্লা বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের ফকির বাজার এলাকার মাশরা রেজভীয়া হোসাইনিয়া দরবার শরীফের এই ওরস বন্ধ করা হয়। দরখাস্তের ২৪জন স্বাক্ষরকারীর মধ্যে ২০জনের সাথে প্রতারণার অভিযোগ উঠেছে। তাদের কাউকে ভুল তথ্য দিয়ে স্বাক্ষর নেয়া হয়েছে। কাউকে না জানিয়ে নিজেরাই স্বাক্ষর দিয়েছে। শুক্রবার বিকালে লিখিত বক্তব্যে এই অভিযোগ করেন রেজভীয়া হোসাইনিয়া দরবারের পীর মাওলানা গাজী আবুল হোসাইন রেজভী। হোসাইনিয়া রেজভী দরবার শরীফের প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, কুমিল্লার বুড়িচং উপজেলার ফকির বাজার এলাকার মাশরা গ্রামে রেজভীয়া হোসাইনিয়া দরবার শরীফের ওরস মোবারক ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে গত ২৫ বছর যাবৎ সুশৃঙ্খল ভাবে উদযাপিত হয়ে আসছে। কিন্তু পরিতাপের বিষয় প্রশাসনকে ভুল মিথ্যা, ভিভ্রান্তকর তথ্য দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করে চলতি বছর ১৮ ও ১৯ ডিসেম্বরের ওরস মোবারককে বন্ধ করা হয়। ওরস বন্ধের জন্য দরখাস্ত করেন আমাদের প্রতিবেশী মাশরা গ্রামের কাজী জাহাঙ্গীর আলম, আওয়ামী লীগ নেতা কাজী গোলাম কিবরিয়া ও কাজী মাকসুদুর রহমান। এতে আমাদের অনেক আর্থিক ক্ষতি হয় ৩০-৩৫ লক্ষ টাকা । এছাড়া তারা আমাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা অপপ্রচার ছড়াচ্ছে। তিনি বলেন ওই চক্রটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইক আইডি ব্যবহার করে অবাস্তব খবর প্রচার করে আইন শৃঙ্খলা বাহিনী ও আমার মান মর্যাদা ক্ষুন্ন করছে।
সংবাদ সম্মেলনে দরখাস্তে স্বাক্ষরকারী জসিম উদ্দিন বলেন, তাকে বলেছে এলাকার উন্নয়ন কাজের জন্য দরখাস্ত,তাই স্বাক্ষর দিয়েছেন। এরকম অভিযোগ করেন আবুল কাশেমসহ কয়েকজন।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, আদর্শ সদরের চান্দপুর এলাকার মোঃ শাহজাহান রেজভী, আব্দুস সালাম রেজভী, বুড়িচংয়ের মিজানুর রহমান রেজভী, বুড়িচং উপজেলার নানুয়ার বাজারের মনির হোসেন রেজভী, রেজভীয়া হোসাইনিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি শহিদুল্লাহ রেজভী, আদর্শ সদরের ওলিপুর এলাকার জসিম উদ্দিন রেজভী, সদরের কুতুবনগর এলাকার মোঃ আলমগীর হোসেন রেজভী, মোঃ গাজী ফারুক হোসাইন রেজভী, মধ্যম মাঝিগাছার আব্দুল জলিল রেজভী, মাশরার মোহাম্মদ আনিসুর রহমান রেজভী, বিপাড়া মালাপাড়ার আমিনুল ইসলাম রেজভী,মাশরার আবুল হাসেম, আবুল কাশেম,কাজী লিটন,কাজী মুমিনুল ইসলাম,কাজী জসিম উদ্দিন ও কাজী সোহাগ প্রমুখ।
অভিযুক্ত কাজী গোলাম কিবরিয়া বলেন,আমাদের বিরুদ্ধে তোলা এসব অভিযোগ সঠিক নয়। গ্রামবাসীর সাথে কথা বললে প্রকৃত সত্য জানা যাবে। সংবাদ প্রকাশঃ ২৬-১২-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন