টেকনাফে ২ বিজিবির অভিযানে ইয়াবা ও ক্রিস্টাল মেথ আইস উদ্ধার

সিটিভি নিউজ।। ফরহাদ রহমান কক্সবাজার প্রতিনিধি ========== কক্সবাজারের টেকনাফের নাইট্যংপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেট ও ক্রিস্টাল মেথ আইসসহ বিভিন্ন আলামত উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (২ বিজিবি)।
বিজিবি সূত্র জানায়, সরকারের ঘোষিত মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে ২৩ ডিসেম্বর ২০২৫ ভোরে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) নাইট্যংপাড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ওই এলাকায় একটি বাড়িতে দীর্ঘদিন ধরে মাদক ক্রয়-বিক্রয় ও সেবনের কার্যক্রম চলছিল।
তথ্যের ভিত্তিতে বিজিবির একটি দল কেএ–৯ ইউনিটসহ ভোর আনুমানিক ৫টা ৩০ মিনিটে নাফ নদীর তীরবর্তী কেওরাবাগান এলাকায় অবস্থান নেয়। এ সময় দুইজন সন্দেহভাজন ব্যক্তিকে নদীপথে এসে একটি বসতবাড়িতে প্রবেশ করতে দেখা যায়। বাড়িটি ঘেরাও করা হলে বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদককারবারীরা পেছনের গোপন পথ দিয়ে পালিয়ে যায়।
পরে কেএ–৯ ইউনিটের সহায়তায় বাড়িটিতে তল্লাশি চালিয়ে ইয়াবা ট্যাবলেট, ক্রিস্টাল মেথ আইস, নগদ অর্থ, মোবাইল ফোন, ল্যাপটপসহ মাদক লেনদেনের বিভিন্ন আলামত উদ্ধার করা হয়। ঘটনাস্থলে পাওয়া জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টের মাধ্যমে দুইজন পলাতক ব্যক্তিকে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে।
উদ্ধারকৃত মাদক ও আলামত আইনগত প্রক্রিয়া শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে। পলাতক মাদককারবারীদের গ্রেপ্তারে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। সংবাদ প্রকাশঃ ২৪-১২-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=