কুমিল্লায় এমআইএফটি’র শিক্ষার্থী সংবর্ধনা কর্মমুখী উচ্চ শিক্ষার নতুন দ্বার উন্মোচন

সিটিভি নিউজ।। তৌহিদ হোসেন সরকার কুমিল্লা সংবাদদাতা জানান =====

কুমিল্লায় এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা এবং দেশে ও বিদেশে কর্মমুখী উচ্চ শিক্ষার বিষয়ে দিকনির্দেশনামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর ২০২৫) MSB Institute of Fashion Design & Technology (MIFT) Cumilla-এর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানের শিরোনাম ছিল ‘Meritorious Students Reception & Seminar: National & International Study Gateway (HSC Equivalent-25)’।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এমআইএফটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক অধ্যক্ষ মোঃ সালাউদ্দিন ভূঁইয়া। বিশেষ অতিথি ও গেস্ট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন কর্পোরেট প্রেজেন্টার ও ট্রেনার, মোটিভেশনাল স্পিকার, দেশবরেণ্য উপস্থাপক লায়ন এম আলমগীর।

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক মোহাম্মদ হাসানুজ্জামান হাসনাত, প্রভাষক শরীফ আহমেদ, প্রবাসক এ কে এম ইয়াসিন,প্রভাষক সানজিদ তাহরিম ইফতি, প্রবাসক রওশনারা ম্যাডাম প্রবাসক পিতা সূত্রধর হিসাব রক্ষক বিল্লাল হোসেন প্রমুখ

সেমিনারে বক্তারা দেশে ও বিদেশে কর্মমুখী উচ্চশিক্ষার সুযোগ, স্কলারশিপ, ক্যারিয়ার পরিকল্পনা এবং শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। গেস্ট স্পিকার লায়ন এম আলমগীর শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “সঠিক লক্ষ্য নির্ধারণ এবং সময়ের সর্বোচ্চ ব্যবহারই সফলতার মূল চাবিকাঠি।”
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মোঃ সালাউদ্দিন ভূঁইয়া বলেন, “মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। শিক্ষার্থীরা যেন দেশে এবং বিদেশে কর্মমুখী শিক্ষা অর্জন করে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পারে, সে লক্ষ্যে এমআইএফটি কাজ করে যাচ্ছে।”

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এমআইএফটি কুমিল্লার বিশ্বরোড-এ অবস্থিত। এই প্রতিষ্ঠানে টেক্সটাইল সাইন্স এন্ড টেকনোলজি, ফ্যাশন ডিজাইন, অ্যাপারেল মার্চেন্ডাইজিং এবং কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিষয়ে অনার্স কোর্স পাঠদান করা হয়। ২০১২ সালে প্রতিষ্ঠিত কুমিল্লায় একমাত্র এই শিক্ষা প্রতিষ্ঠানেই সর্বনিম্ন ও সহনীয় কোর্স ফি নিয়ে কর্মমুখী বিষয়ে অনার্স কোর্স পড়ানো হয়। এমআইএফটি থেকে পাস করা শতভাগ শিক্ষার্থীর ইতিমধ্যেই কর্মসংস্থান সুনিশ্চিত হয়েছে৷

ক্যারিয়ারের পাশাপাশি এই সেমিনারে মানবিক গুনসম্পন্ন আলোকিত মানুষ হিসেবে নিজেদের গড়ে তোলার বিষয়েও শিক্ষার্থীদের অনুপ্রাণিত করা হয়।

অনুষ্ঠানের শেষভাগে কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী শিক্ষার্থীদের সনদ ও ক্রেস্ট প্রদানের মাধ্যমে সংবর্ধনা দেয়া হয়। বিপুল সংখ্যক শিক্ষার্থী, অভিভাবক এবং প্রতিষ্ঠানের শিক্ষক–কর্মকর্তাদের অংশগ্রহণে এই আয়োজনটি হয়ে উঠেছিল প্রাণবন্ত ও উৎসবমুখর। সংবাদ প্রকাশঃ ২২-১২-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন