Wednesday, January 15, 2025
spot_img
More

    আতঙ্কিত হবেন না “রাসেলস ভাইপার নয় ভয় “ সচেতনতায় হবে জয়

    সিটিভি নিউজ।। ‘রাসেল ভাইপার সাপ প্রসঙ্গে সেমিনারে বিশেষজ্ঞ চিকিৎসকগণ বলেন জনগণকে বলব আপনারা আতঙ্কিত হবেন না। এই সাপের যে এন্টিভেনম সেটা আমাদের হাসপাতালগুলোতে পর্যাপ্ত মজুদ আছে। সর্পদংশনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রোগীকে দ্রুত ডাক্তারের কাছে নিয়ে যাওয়া। অনতিবিলম্বে ডাক্তারের কাছে নিয়ে গেলে এক্ষেত্রে যথাযথ চিকিৎসার মাধ্যমে রোগীকে সম্পূর্ণ সুস্থ করে তোলা সম্ভব। এ বিষয়ে জনসচেতনতা তৈরি করার জন্য প্রচার-প্রচারণার ওপর জোর দিয়ে বলেন, সর্পদংশনের বিষয়ে জনগণকে সচেতন করা খুবই জরুরি। রোগীকে হাসপাতালে আনতে যাতে দেরি না হয় সে বিষয়ে আমাদের সবাইকে সচেতন ও উদ্বুদ্ধ করতে হবে। বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন, কুমিল্লা শাখার উদ্যোগে স্বাস্থ্য সচেতনতায়, গতকাল ৬ জুলাই ২০২৪, শনিবার, রাত ৮.৩০ টায় গোল্ডেন স্পুন বুফে রেস্টুরেন্ট এন্ড কনভেনশন সেন্টার, কান্দিরপাড়, কুমিল্লায় “রাসেলস ভাইপার নয় ভয়, সচেতনতায় হবে জয়” বিষয়ক সেমিনার-এর আয়োজন করে । সেমিনারে সভাপতিত্ব করেন ডা. চিন্ময় কুমার সাহা বিভাগীয় প্রধান (মেডিসিন), কুমিল্লা মেডিকেল কলেজ ও সভাপতি, বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন, কুমিল্লা। আয়োজনে বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন কুমিল্লা শাখা।
    সেমিনারে প্রধান অতিথি ছিলেন ডা. আব্দুল বাকী আনিস। স্বাগত বক্তব্য রাখেন ডা. সালেহ আহমেদ সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক (মেডিসিন), কুমিল্লা মেডিকেল কলেজ ও সাধারণ সম্পাদক, বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন, কুমিল্লা।
    বিশেষ অতিথি অধ্যাপক ডা. মোহাম্মদ ইজাজুল হক,
    ডা. সেখ ফজলে রাব্বি পাঁচলর, ভূটিয়া এটিকেল কলেজ হাসপাতাল।
    জেলা সিভিল সার্জন ডা. নাসিমা আক্তার,বি এম এ সাধারণ সম্পাদক ডা. মোঃ আতাউর রহমান জসীম, ডা. মোরশেদুল আলম।
    মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডা. মুহাম্মদ শাহ আলম। আলোচনায় অংশ নেন ডা. চিন্ময় কুমার সাহা, ডা. সালেহ আহমেদ সরযোগী অধ্যাপক (দিন), ভূমিল্লা মেডিকেল কলেজ ও ডা. নীহার রঞ্জন মজুমদার , ডা. মামুনুর রশীদ ভূঁইয়া, মুহাম্মদ নিয়াজ মাখদুম শিবলী বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন, কুমিল্লা শাখা ও মেডিসিন বিভাগ কুমিল্লা মেডিকেল কলেজ বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন।
    অনুষ্ঠান আয়োজক সহযোগী ছিল ঃ ইবনে সিনা ডায়াগনোস্টিক এন্ড কনসালটেশন সেন্টার, কুমিল্লা। সংবাদ প্রকাশঃ ০৭-৭-২০২৪ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=

    আরো সংবাদ পড়ুন

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -
    Google search engine

    সর্বশেষ সংবাদ

    Recent Comments