দেবীদ্বারঃ আ.লীগের ২ শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান

সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার, দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি/
দেবীদ্বারে আ’লীগের প্রায় দুই শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছে।
রোববার (২১ ডিসেম্বর) দুপুরে বিএনপি জাতীয় কমিটির সদস্য, টানা ৪ বারের সাবেক বিএনপি দলীয় এমপি ও কুমিল্লা-৪ (দেবীদ্বার) সংসদীয় আসনে বিএনপির মনোনীত এমপি পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সি বাড়ি দেবীদ্বার পৌর এলাকার গুনাইঘর “শহীদ জিয়া মিলনায়তনে” ওই আ.লীগের নেতা-কর্মী- সমর্থকরা এসে যোগদান করেন।
পরে ফুলের শুভেচ্ছা জানিয়ে নেতাকর্মীদের বরণ করে নেয়া হয়। তারাও ফুলের শুভেচ্ছা গ্রহণ ও সমর্থন জানান।
আওয়মীলীগ ১নং বড়শালঘর ইউনিয়ন কমিটির সাবেক সভাপতি জহিরুল ইসলাম জারু চেয়ারন্যানের নির্দেশে এবং সেচ্ছাসেবক লীগ উপজেলা কমিটির সহ-সভাপতি ইউপি সদস্য আলম হাজারীর নেতৃত্বে ওই নেতা-কর্মী-সমর্থকরা বিএনপিতে যোগদান করেছেন বলে জানা যায়। এরা সবাই সাবেক আ.লীগের এমপি রাজী মোহাম্মদ ফখরুলের সমর্থক ছিলেন।
একইদিন বিকেলে যোগদানকৃত নেতা-কর্মীদের নিয়ে কুমিল্লা-৪ (দেবীদ্বার) সংসদীয় আসনে বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর সাথে উপজেলার ১নং শালঘর ইউনিয়নের বড়শালঘর গ্রামে একটি উঠান বৈঠকও করেন।
জানা যায় আ.লীগ নেতা জহিরুল ইসলাম জারু চেয়ারম্যান চিকিৎসার জন্য দেশের বাহিরে থাকায় তারই নির্দেশে ইউপি সদস্য ও উপজেলা সেচ্ছাসেবকলীগ সহ-সভাপতি আলম হাজারী এবং আ.লীগ নেতা টিটু মইশানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে ওই যোগদান কার্যক্রম সম্পন্ন হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার রেজভিউল আহসান মুন্সীসহ উপজেলা ও পৌর বিএনপির একাধিক নেতাকর্মীরা।
সদ্য বিএনপিতে যোগদান করা আ.লীগের নেতাকর্মীরা হলেন, দেবীদ্বার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আলম হাজারী, বড়শালঘর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিয়া রুবেল, আওয়ামী লীগ নেতা টিটু মইশান, মোঃ নাজমুল, আতাউর রহমান সয়ন, জানু মিয়া, মো: ইদ্রিস খান, ফরিদ হাজারী, মোহাম্মদ শাহিন,শাহ আলী সহ অন্যান্যরা।
এবিষয়ে কুমিল্লা উত্তর জেলা বিএনপি সদস্য সচিব এএফএম তারেক মুন্সি বলেন, আওয়ামী লীগের পদধারী নেতা বিএনপিতে যোগদান খুবই দুঃখ জনক। সমর্থক হলে মেনে নেয়া যেত। বিষয়টি দলের হাইকমান্ডের কাছে জানানো হবে, কেন্দ্রীয় নেতারা এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবেন।
এবিষয়ে ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সির ছেলে সাবেক কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক রেজভি উল আহসান মুন্সি জানান, যোগদানকারী নেতা-কর্মীরা আগেও বিএনপির নেতা-কর্মী ছিলেন। আমার বাবা সাবেক এমপি এবং বর্তমানে বিএনপি দলীয় প্রার্থী বিএনপি জাতীয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মূন্সীর সমর্থক ও কর্মী ছিলেন। তার ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে এবং আমার বাবাকে ভালোবেসে বিএনপিতে যোগদান করেছেন।
ছবির ক্যাপশনঃ দেবীদ্বারে আ.লীগের ২ শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান এর ছবি। সংবাদ প্রকাশঃ ২২-১২-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=