শরীফ ওসমান হাদির হত্যার প্রতিবাদে রাণীশংকৈলে মশাল মিছিল

সিটিভি নিউজ।। সফিকুল ইসলাম শিল্পী, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:= ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় শুক্রবার ১৯ ডিসেম্বর রাত ৯ টায় বিক্ষোভ মশাল মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।
এ উপলক্ষে এদিন রাতে ছাত্র জনতার ব্যানারে মশাল মিছিলটি পৌরশহরের শিবদীঘি ‘জুলাই চত্বর’ থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে বন্দর চৌরাস্তা গিয়ে শেষ হয়।
সেখানে সমবেত ছাত্রজনতা হাদির হত্যার প্রতিবাদে- খুনিদের বিচারের দাবিতে বিভিন্ন স্লোগানদেন।
এসময় বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেন – ছাত্র সম্বনয়ক তারেক মাহমুদ, মো:হাবিব, জসিম, তারেক, জেলা ছাত্র শিবির নেতা সা্বির হোসেন, উপজেলা এনসিপির প্রধান সম্বনয়ক শাজাহান বিশ্বাস, যুগ্ন সম্বনয়ক মোকাররম হোসেন সাদ্দামসহ বিভিন্ন ছাত্র জনতা উপস্থিত ছিলেন।
এসময় আন্দোলনকারীরা শরীফ ওসমান হাদির মৃত্যুর সঠিক কারণ অনুসন্ধান ও বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। মিছিলে সাধারণ ছাত্র-জনতা ও এনসিপি ও ইনক্লাব মঞ্চের স্থানীয় নেতাকর্মীসহ অংশগ্রহণ করেন।
এ সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
এ সময় বিক্ষোভকারীরা জানায়-কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই মশাল মিছিলটি আয়োজন করা হয়েছে এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত থাকবে।
এ ছাড়াও আগামী কাল শনিবার বিকেল ৩ টায় রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে গায়েবানা জানাজা নামাজ শেষে ইনক্লাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির জন্য দোয়া অনুষ্ঠিত হবে বলে তারা জানিয়েছেন। সংবাদ প্রকাশঃ ২০-১২-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=