এয়ার ভাইস মার্শাল (অব.) এ. কে. খন্দকার বীর উত্তম ইন্তেকাল করেছেন

সিটিভি। নিউজ।। খন্দকার দেলোয়ার হোসেন সংবাদদাতা জানান===,।।এয়ার ভাইস মার্শাল (অব.) এ. কে. খন্দকার, বীর উত্তম, দীর্ঘদিন অসুস্থ থাকার পর (২০ ডিসেম্বর ২০২৫) সিএমএইচ-এ ইন্তেকাল করেছেন।
“নিশ্চয়ই আমরা আল্লাহর এবং নিশ্চয়ই আমরা তাঁর কাছেই প্রত্যাবর্তনকারী।”
এ. কে. খন্দকার ছিলেন গৌরবময় মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ বাহিনীর (মুক্তিবাহিনী) ডেপুটি চিফ অব স্টাফ (ডিসিওএস)। তিনি কিলো ফ্লাইটের প্রতিষ্ঠাতা—যা ছিল বাংলাদেশ বাহিনীর নবীন বিমানবাহিনী—এবং স্বাধীনতার পর বাংলাদেশ বিমানবাহিনীর প্রথম প্রধান।
জাতির প্রতি তাঁর নিঃস্বার্থ সেবার জন্য বাংলাদেশ তাঁর কাছে কৃতজ্ঞ।
এ. কে. খন্দকার ১৯৩০ সালের ৩১ অক্টোবর পাবনায় জন্মগ্রহণ করেন এবং ১৯৫২ সালে পাকিস্তান বিমানবাহিনীতে কমিশনপ্রাপ্ত হন।
১৯৭১ সালের মার্চ মাসে তিনি গ্রুপ ক্যাপ্টেন হিসেবে ঢাকায় কর্মরত ছিলেন। তিনি কয়েকজন বিমানবাহিনীর পাইলটসহ একযোগে বিদ্রোহ করে মুক্তিযুদ্ধে যোগ দেন।
১৯৭১ সালের ১৬ ডিসেম্বর রেসকোর্স ময়দানে পাকিস্তান বাহিনীর আত্মসমর্পণ অনুষ্ঠানে তিনি গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ অস্হায়ী সরকারের প্রতিনিধিত্ব করেন। সংবাদ প্রকাশঃ ২০-১২-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=