চৌদ্দগ্রামে হাদী হত্যার প্রতিবাদে ও অবিলম্বে খুনিদের শাস্তি নিশ্চিতের দাবিতে ছাত্রজনতার বিক্ষোভ মিছিল

সিটিভি নিউজ।। মনোয়ার হোসেন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই আন্দোলনের সম্মুখ সারির অন্যতম যোদ্ধা মো. শরীফ ওসমান হাদীকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং অবিলম্বে খুনিদের গ্রেফতার ও দ্রæত শাস্তি নিশ্চিতের দাবিতে কুমিল্লার চৌদ্দগ্রামে বিক্ষোভ মিছিল করেছে ফ্যাসিবাদ বিরোধী ছাত্রসমাজ ও সর্বস্তরের জনগণ। এ সময় বিক্ষুব্ধ জনতার প্রতিবাদী স্লোগানে প্রকম্পিত হয় সমগ্র এলাকা। মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজারস্থ ইসলামী ব্যাংক এর সামনে থেকে শুরু হয়ে বাজারের উত্তর মাথায় হায়দার শপিং কমপ্লেক্সের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ ও দোয়া-মুনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়।
শুক্রবার (১৯ জুলাই) বা’দ জুমআ মহাসড়কের চৌদ্দগ্রাম বাজারে উপজেলা ফ্যাসিবাদ বিরোধী ছাত্রসমাজ ও সর্বস্তরের জনগণের ব্যানারে এ উপলক্ষে আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের মেধাবী শিক্ষার্থী, ছাত্রনেতা মো. মোজাম্মেল হক, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চৌদ্দগ্রাম উপজেলা সমন্বয়ক মো. মামুন মজুমদার, সাবেক উপজেলা ছাত্রনেতা আব্দুল্লাহ মোহাম্মদ মাছুম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মো. জাহিদ তালুকদার। সমাবেশে রুদ্ধধার কন্ঠে বিপ্লবী কবিতা “বল বীর” আবৃতি করেন মো. ইমাম হোসাইন। শেষে জুলাই যোদ্ধা শহীদ শরীফ ওসমান হাদীর জন্য দোয়া-মুনাজাত পরিচালনা করেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী শিক্ষার্থী মো. কামরুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রনেতা লিয়াকত শিকদার, আব্দুল্লাহ আল মামুন মিশু, হারুনুর রশিদ ভূঁইয়া, রেজাউল করিম রাজিম, হাফেজ মর্তুজা মজুমদার, কাজী ইমতিয়াজ উদ্দিন, এডভোকেট সাইফ উদ্দীন মজুমদার, মো. সাইফুল্লাহ মাহমুদ, ছাত্রনেতা ফাহিম আহমেদ, মোহাম্মদ হোসাইন, ক্যাডেট আরাফাত হোসেন, মারুফ আহমেদ, হুসাইন ইবনে কবির, রাসেল আহমেদ, জিএম ফয়সাল করিম শামীম, মো. সাইফুল ইসলাম, মো. শাহাদাৎ মাহমুদ, হানজালা প্রমুখ। সংবাদ প্রকাশঃ ১৯-১২-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=