প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ পরীক্ষা না নিয়ে আন্দোলন ঃ শিক্ষকরা বহাল তবিয়তে

বেতনবৈষম্য নিরসনসহ তিন দফা দাবিতে পরীক্ষায় দায়িত্ব পালন না করে কুমিল্লার মুরাদনগর উপজেলা শিক্ষা অফিসের সামনে ঝড়ো হয়ে আন্দোলন করছেন কতিপয় শিক্ষকরা।
সিটিভি নিউজ।। বিল্লাল হোসেন, মুরাদনগর (কুমিল্লা) থেকে ঃ =============
কুমিল্লার মুরাদনগরে বেতনবৈষম্য নিরসনসহ তিন দফা দাবিতে পরীক্ষা না নিয়ে আন্দোলন করা সহকারী শিক্ষকরা বহাল তবিয়তে রয়েছেন। কোন প্রকার শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ায় প্রশাসনের ভূমিকা নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
দেশব্যাপী আন্দোলনের অংশ হিসেবে উপজেলার ২০৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি হিসেবে পূর্ণদিবস কর্মবিরতি পালন করেন। গুরুত্বপূর্ণ বার্ষিক পরীক্ষার ঠিক মাঝখানে এই আন্দোলন চলায় পরীক্ষা নিতে হিমশিম খেতে হয়েছে। পরীক্ষার সময় কর্মবিরতি নেওয়ায় অভিভাবক মহলে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। অনেক অভিভাবক এটিকে ‘শিক্ষার্থীদের জিম্মি’ করে দাবি আদায়ের চেষ্টা বলে আখ্যায়িত করেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক এটিকে ‘চরম অন্যায়’ হিসেবে উল্লেখ করে বলেন, শিক্ষকদের উচিত ছিল নতুন বছর শুরুর পর আন্দোলন করা। সরকারি কর্মচারী বিধি লঙ্ঘিত হলেও প্রশাসন রহস্যজনকভাবে নীরব দর্শকের ভ‚মিকা পালন করছে বলে অভিযোগ উঠেছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছিল যে, বার্ষিক পরীক্ষায় কোনো শৈথিল্য বা অনিয়ম পরিলক্ষিত হলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
অধিদপ্তরের কঠোর নির্দেশনার পরেও স্কুলগুলোতে পরীক্ষা চলাকালীন আন্দোলন হওয়ায় স্থানীয় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভ‚মিকা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রশাসন এ বিষয়ে কঠোর ব্যবস্থা নিতে ব্যর্থ হচ্ছে বলে অভিযোগ ওঠেছে।
আন্দোলনে নেতৃত্বদানকারী সহকারী শিক্ষক আব্দুল জলিল ও নেছার উদ্দিন বলেন, আমরা স্কুল ও পরীক্ষা ঠিক রেখেই আন্দোলন করেছি। পরীক্ষার কোন প্রকার সমস্যা হয়নি। পরীক্ষা চলাকালে উপজেলা শিক্ষা অফিসে এসে কি ভাবে স্মারক লিপি দিলেন- এমন প্রশ্নে তারা কিছু বলতে রাজি হননি। আমতা আমতা করে মোবাইল ফোনের লাইন কেটে দেন।
মুরাদনগর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুর রাজ্জাক জানান, পরীক্ষার সময় আন্দোলনে অংশ না নেওয়ার জন্য বারবার অনুরোধ করেছি। তারপরও তারা পরীক্ষা চলাকালীন সময়ে একদিন এসে তাদের দাবি দাওয়াসমূহ উল্লেখ করে একটি স্মারকলিপি দিয়েছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
শিক্ষার্থীদের ক্ষতির বিষয়টি বিবেচনা করে সর্বশেষ পাওয়া খবরে জানা যায়, গত ৭ ডিসেম্বর (রবিবার) থেকে শিক্ষকরা তাদের কর্মবিরতি স্থগিত করে আপাতত বিদ্যালয়ে ফিরে গেছেন। সংবাদ প্রকাশঃ ১৯-১২-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=