চৌদ্দগ্রামে ড্রাম ট্রাকের সাথে সংঘর্ষে বাইক রাইডার নিহত

সিটিভি নিউজ।। মনেয়ার হোসেন, কুমিল্লা সংবাদদাতা জানান ===: কুমিল্লার চৌদ্দগ্রামে ড্রাম ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে মো. ইব্রাহিম (৫০) নামের এক বাইক রাইডার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে একই বাইকের অপর আরোহী সালাউদ্দিন। নিহত ইব্রাহিম ঢাকার ডেমরার সারুলিয়া এলাকার ডগার পশ্চিম পাড়ার আবু তালেবের ছেলে। আহত সালাউদ্দিন নিহত ইব্রাহিমের স্ত্রীর বোনের ছেলে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল অনুমান সাড়ে সাতটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরশ্বানী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিকালে তথ্যটি নিশ্চিত করেন মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো. তোফায়েল আহমেদ।

নিহত ইব্রাহিমের সাথে থাকা তার সহযাত্রী সোহেল জানান, সোমবার গভীর রাতে ঢাকার ডমরা এলাকা থেকে ৬টি মোটরসাইকেলযোগে তারা ৮ জন বান্দরবনের উদ্দেশ্যে রওনা দেয়। বান্দরবন ভ্রমণ শেষে তাদের কক্সবাজার যাওয়ারও কথা ছিল। কিন্তু বান্দরবনই যাওয়া হলো না তাদের। কারণ, মঙ্গলবার সকালে পথিমধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরশ্বানী এলাকায় পৌঁছলে হঠাৎ চট্টগ্রামগামী সড়কের পূর্বদিক (উল্টোপথে) থেকে একটি মিনি ড্রাম ট্রাক হঠাৎ করে মহাসড়কে উঠে চলন্ত মোটরসাইকেলটিকে স্বজোরে ধাক্কায় দিলে ঘটনাস্থলেই বাইক রাইডার ইব্রাহিম নিহত হন। এতে গুরুতর আহত হয় একই মোটরসাইকেল আরোহী তাঁর আত্মীয় সালাউদ্দিন। স্থানীয় লোকজনের সহায়তায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকেল চালক ইব্রাহিমকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সালাউদ্দিনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জানান, সড়ক দুর্ঘটনায় ইব্রাহিম নামের একজন মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। আহত আরোহীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় প্রেরণ করা হয়েছে।

মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো. তোফায়েল আহমেদ জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে লাশ উদ্ধার করে মিয়াবাজার হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে। পরে আইনি প্রক্রিয়া শেষ করে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। সংবাদ প্রকাশঃ ১৭-১২-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন