চলে গেলেন বিশিষ্ট শিশু রোগ বিশেষজ্ঞ চিকিৎসক

সিটিভি নিউজ।। মোস্তাক আহমেদ মোঃ আবদুল আউয়াল সরকার, কুমিল্লা:সংবাদদাতা ===

দীর্ঘদিন রোগে ভুগে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক সহযোগী অধ্যাপক শিশুরোগ বিশেষজ্ঞ ডা.মোস্তাক আহমেদ।

রবিবার (১৪ ডিসেম্বর ২০২৫ খ্রিঃ) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় আনুমানিক রাত ০৯ টায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।

শিক্ষা, চিকিৎসা, শিশুস্বাস্থ্য সুরক্ষা, দুর্গত অসহায় মানুষের সেবাসহ সমাজকল্যাণমূলক কাজে অসামান্য অবদান রয়েছে।

তিনি দীর্ঘদিন যাবৎ অগ্ন্যাশয়ের ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৭০ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের প্রথম নামাজে জানাজা সোমবার (১৫ ডিসেম্বর ২০২৫খ্রিঃ) সকাল ১১ টায় সিডি প‍্যাথ হাসপাতাল প্রাঙ্গণে এবং দ্বিতীয় জানাজা বাদ জোহর পশ্চিম বাগিচাগাঁও জামে মসজিদে অনুষ্ঠিত হয়।
জানাজা শেষে মসজিদের পাশে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। সংবাদ প্রকাশঃ ১৫-১২-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন