নওগাঁয় পুলিশ সুপার তারিকুল ইসলাম এর সাথে ডিবি (ডিটেকটিভ ব্রাঞ্চ) এর মতবিনিময় সভা

সিটিভি নিউজ24।। মোহাম্মদ আককাস আলী : নওগাঁ জেলার সংবাদদাতা।।। শনিবার(১৩ ডিসেম্বর) পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর সাথে ডিবি (ডিটেকটিভ ব্রাঞ্চ) এর একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় পুলিশ সুপার ডিবির চলমান কার্যক্রম, অপরাধ অনুসন্ধান ও গোয়েন্দা তৎপরতা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি জেলার অপরাধ দমন, মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযান জোরদার, প্রযুক্তিনির্ভর তদন্ত কার্যক্রম এবং আন্তঃইউনিট সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।
পুলিশ সুপার বলেন,“ডিবি হচ্ছে অপরাধ দমনের অন্যতম গুরুত্বপূর্ণ ইউনিট। পেশাদারিত্ব, সততা ও তথ্যভিত্তিক গোয়েন্দা কার্যক্রমের মাধ্যমে জননিরাপত্তা নিশ্চিত করতে হবে।”
সভায় ডিবির কর্মকর্তা ও সদস্যরা তাদের অভিজ্ঞতা, সমস্যা ও প্রস্তাবনা উপস্থাপন করেন। পুলিশ সুপার তা মনোযোগসহকারে শোনেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন