কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনে ভ্যাট দিবস ২০২৫ পালন

সিটিভি নিউজ।। প্রেস বিজ্ঞপ্তি।। কাস্টমস্, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনে ভ্যাট দিবস ২০২৫ পালন
মূল্য সংযোজন কর সম্পর্কে জনগণকে আরো সচেতন ও উদ্বুদ্ধ করার প্রয়াসে প্রতি বছরের ন্যায় এবারও কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হচ্ছে’ ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ-২০২৫’। এ বছর ভ্যাট দিবসের প্রতিপাদ্য হলো: “সময়মত নিবন্ধন নিব, সঠিকভাবে ভ্যাট দিব”।
এ উপলক্ষ্যে আজ ১ ডিসেম্বর বুধবার সকাল ১০.৪৫ ঘটিকায় হোটেল এলিট প্যালেস, ঝাউতলা, কুমিল্লাতে একটি বিশেষ সেমিনারের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, কুমিল্লার সম্মানিত কমিশনার জনাব মোঃ আব্দুল মান্নান সরদার। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব জনাব মোঃ আবদুস সোবহান, কর কমিশনার, কর অঞ্চল, কুমিল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর-অঞ্চল, নোয়াখালীর সম্মানিত কর কমিশনার জনাব শাহ্ মুহাম্মদ ইন্ডেদা হাসান এবং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, কুমিল্লা এর সিনিয়র সহ সভাপতি জনাব জামাল আহমেদ। উক্ত সেমিনারে স্বাগত বক্তব্য প্রদান করেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, কুমিল্লার যুগ্ম কমিশনার জনাব ফাহাদ আল ইসলাম এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুগ্ম কমিশনার জনাব নিতীশ বিশ্বাস। সেমিনারে আরো উপস্থিত ছিলেন এ কমিশনারেটের সকল বিভাগের বিভাগীয় কর্মকর্তাগণ, সকল বিভাগ ও সার্কেলের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ী প্রতিনিধি, বিভিন্ন সেক্টরের সম্মানিত অংশীজন এবং ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সদস্যগণ।
এ বছর ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ পালনের মূল উদ্দেশ্য হলো, সঠিক পদ্ধতিতে নিবন্ধন গ্রহণ ও ভ্যাট প্রদান বিষয়ে জনমনে সচেতনতা সৃষ্টি করা এবং ভোক্তা সাধারণকে কেনাকাটার সময় ভ্যাট চালান বুঝে নেয়ার বিষয়ে উদ্বুদ্ধ করা। বক্তাগণ জানান, দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করে বৈষম্যহীন এবং সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব। ভ্যাট দিবস ২০২৫ ও মহান বিজয়ের মাসে এটাই হোক আমাদের দৃপ্ত অঙ্গীকার। যারা অনুষ্ঠানে আয়োজনে বিভিন্নভাবে সংশ্লিষ্ট ছিলেন তাদেরকেও ধন্যবাদ জানানো হয়। সংবাদ প্রকাশঃ ১০-১২-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন