বাংলাদেশ স্কাউটস কুমিল্লা অঞ্চলের কাব ও স্কাউটদের সর্বোচ্চ অর্জন শাপলা কাব ও প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড প্রদান

সিটিভি নিউজ।। মোহাম্মদ মাসুদ মজুমদার:সংবাদদাতা জানান ===== কুমিল্লার লালমাই আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র যেন এক উজ্জ্বল উৎসবমুখর প্রভাতকে স্বাগত জানিয়েছিল ৬ ডিসেম্বর শনিবার। বাংলাদেশ স্কাউটস কুমিল্লা অঞ্চলের পরিমার্জিত ব্যবস্থাপনায় আয়োজন করা হয় স্কাউটদের সর্বোচ্চ অর্জন— শাপলা কাব অ্যাওয়ার্ড এবং প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, লক্ষ্মীপুর ও নোয়াখালী—এই ছয় জেলার হাজারো কণ্ঠে সকাল থেকেই শুনা যাচ্ছিল উচ্ছ্বাসের তরঙ্গ।
দিনের প্রথম প্রহরেই রেজিস্ট্রেশন দিয়ে শুরু হওয়া এ অনুষ্ঠানে মোট ১,৮১৫ জন কাব সদস্য গ্রহণ করে কাবদের সর্বোচ্চ সম্মান শাপলা কাব অ্যাওয়ার্ড, আর ৩৫৯ জন স্কাউট সদস্যের হাতে তুলে দেওয়া হয় স্কাউট শাখার সর্বোচ্চ স্বীকৃতি প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড। গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধান উপদেষ্টার স্বাক্ষরিত সনদ হাতে পেয়ে শিশু-কিশোরদের মুখে ফুটে ওঠে অদম্য গর্ব, স্বপ্ন আর নতুন যাত্রার প্রত্যাশা।
বাংলাদেশ স্কাউটসের সকল অঞ্চলে সকাল ৯টা ৩০ মিনিটে মূল অনুষ্ঠানের ভার্চুয়ালি উদ্বোধন করেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরার।
প্রধান অতিথির আসন অলংকৃত করেন চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) নুসরাত সুলতানা। সভাপতিত্বে ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড কুমিল্লার চেয়ারম্যান এবং বাংলাদেশ স্কাউটস কুমিল্লা অঞ্চলের সভাপতি প্রফেসর মোঃ শামছুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান, কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন) সুলতানা রাজিয়া, চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ এরশাদ উদ্দিন, নোয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক শান্তনু কুমার পাল, ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক তানজিনা, সহকারী কমিশনার সজীব তালুকদার ,বাংলাদেশ স্কাউটস কুমিল্লা অঞ্চলের কমিশনার মোঃ সাহিদুল ইসলাম, আঞ্চলিক উপ-কমিশনার মোঃ ছফিউল্লাহ, উপ-পরিচালক এলটি মো. শামীমুল ইসলাম প্রমুখ।
স্বাগত বক্তব্যে অঞ্চল সেক্রেটারি মোঃ আব্দুর রাজ্জাক কাব ও স্কাউটদের উচ্ছ্বাসময় অংশগ্রহণের প্রশংসা করেন।
সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ স্কাউটসের সহকারী পরিচালক পুরবী সরকার, ফেনী জেলা সম্পাদক বেলাল হোসেন ও কুমিল্লার ডি.আর.সি. ইসমত আরা। কাব-স্কাউটদের ভিড়ে লালমাই প্রশিক্ষণ কেন্দ্রের প্রাঙ্গণ রঙিন হয়ে ওঠে ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা রোভারের সেক্রেটারী অধ্যক্ষ মহিউদ্দিন লিটন,জেলা স্কাউট এর সম্পাদক মো. কুদরুত উল্লাহ, কমিশনার কামরুল কবির, এলটি মো. রফিকুল ইসলাম,সিএলটি নিলুপা কায়সার চৌধুরী,এএলটি জান্নাতুল ফেরদৌস(চাঁদপুর), উড ব্যাজার কাজী জয়নব ইসলাম সাথী, বাংলাদেশ স্কাউটস এর জাতীয় মুখপত্র “অগ্রদূত” এর কুমিল্লা জেলা প্রতিনিধি এবং সাপ্তাহিক স্বদেশ জার্নাল পত্রিকার সম্পাদক ও প্রকাশক আরএসএল নয়ন দেওয়ানজী সহ কুমিল্লা অঞ্চলের প্রতিটি জেলার ইউনিট লিডার থেকে শুরু করে স্কাউট এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ,অভিভাবক, এওয়ার্ড গ্রহনকারী শিক্ষার্থী কাব ও স্কাউট সদস্যসহ অন্যান্যরা। প্রায় ৫০ জন রোভার ও গার্ল ইন রোভার সদস্য পুরো অনুষ্ঠানের সার্ভিসের দায়িত্ব পালন করেন নিবেদিতভাবে।

বাংলাদেশ স্কাউটসের জাতীয় মুখপত্র “অগ্রদূত”-এর কুমিল্লা জেলা প্রতিনিধি এবং সাপ্তাহিক স্বদেশ জার্নাল পত্রিকার সম্পাদক আর এস এল নয়ন দেওয়ানজী দিনটির আবহকে তুলে ধরে বলেন— “আজ লালমাই আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র এক অনন্য গৌরবে উদ্ভাসিত। আমাদের কাব ও স্কাউট সদস্যরা শুধু পুরস্কারই পেল না, পেল নতুন পথচলার শক্তি। তাদের এই অর্জন ভবিষ্যতের বাংলাদেশকে আরও আলোকিত করবে।”

এ বছর ৭ জন প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড প্রাপ্ত প্রতিষ্ঠান কুমিল্লার বরুড়া উপজেলার শাহের বানু আইডিয়াল স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি আমীন নার্গিস শিক্ষার্থীর সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন এত বড় সম্মান আমাদের জন্য গর্বের। শিক্ষকদের নিবেদিত পরিশ্রমেই এই সাফল্য।

বাংলাদেশ স্কাউটসের সহকারী পরিচালক পুরবী সরকার বলেন গত পাঁচ বছরের শাপলা কাব ও প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড আজ আনুষ্ঠানিকভাবে প্রদান করা হলো। কাব বা স্কাউট সদস্যের জীবনে এ দিনটি স্মরণীয় হয়ে থাকবে।

দুপুরের মধ্যাহ্নভোজে প্রাঙ্গণ আরেকবার মুখর হয় হাসি-খুশির কলতানে।
উল্লেখ্য স্কাউট আন্দোলনের মূল উদ্দেশ্যই হলো শিশু-কিশোরদের মধ্যে নেতৃত্ব, শৃঙ্খলা, সেবা ও মানবিকতার বীজ রোপণ করা। শাপলা কাব অ্যাওয়ার্ড, যা কাব শাখা গঠনের পর থেকেই প্রদান করা হয়, এবং প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড, যা ১৯৭৬ সাল থেকে শ্রেষ্ঠত্বের প্রতীক—এই দুই সম্মাননা স্কাউটদের স্বপ্ন দেখায়, সাহসী হতে শেখায়। নিয়মিত স্কাউটিং কার্যক্রম, নির্ধারিত ব্যাজ অর্জন, সমাজসেবা, দলগত দক্ষতা এবং লিখিত-মৌখিক-ব্যবহারিক মূল্যায়ন পেরিয়ে যারা এই স্বাক্ষরিত সনদ হাতে নেয়, তারা হয়ে ওঠে আগামী দিনের দায়িত্বশীল নাগরিক। সংবাদ প্রকাশঃ ০৮-১২-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন