পত্নীতলায় অবৈধভাবে মজুদকৃত ১৪৯ বস্তা ডিএপি সার জব্দ

সিটিভি নিউজ।। মোহাম্মদ আককাস আলী সংবাদদাতা জানান ==== নওগাঁর পত্নীতলায় অবৈধভাবে মজুদ রাখার দায়ে ১৪৯ বস্তা ডিএপি সার জব্দ করেছে উপজেলা কৃষি অফিস।
বুধবার (৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার শিহাড়া ইউনিয়নের পাটলের গোয়েন্দা পাড়া নামক এলাকায় একটি আম বাগানের ভেতর থেকে উদ্ধারের পর এসব সারগুলো জব্দ করা হয়।
এ বিষয়ে পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার আলীমুজ্জামান মিলন জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
উপজেলা কৃষি অফিসার সোহরাব হোসেন জানান, ‘স্থানীয় বালাইনাশক বিক্রেতা সৈনিক ট্রেডার্সের মালিক সিরাজুল ইসলাম ডিলার না হয়েও অবৈধভাবে সরকারি অনুমোদন ছাড়াই এসব ডিএপি সার মজুদ করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোট ১শ ৪৯ বস্তা ডিএপি সার জব্দ করা হয়। সংবাদ প্রকাশঃ ০৪-১২-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=