পৃথিবীর ইতিহাসে গত দশক ছিল সবচেয়ে উষ্ণতম

সিটিভি নিউজ।।      পৃথিবীর ইতিহাসে গত দশক ছিল সবচেয়ে উষ্ণতম। বুধবার প্রকাশিত এক রিপোর্টে জলবায়ু পরিবর্তনের এ মারাত্মক বাস্তবতা প্রকাশ পেল।  যুক্তরাষ্ট্রভিত্তিক ন্যাশনাল ওশিয়ানিক অ্যান্ড অ্যাটমোস্ফেরিক অ্যাডমিনিস্ট্রেশন’স সেন্টার্স ফর এনভায়রনমেন্টার ইনফরমেশনের নেতৃত্বে এই প্রতিবেদন তৈরি হয়েছে।

৬০ দেশের যাতে অংশ নেন ৫২০ জনেরও বেশি বিজ্ঞানী। এএফপি।

রিপোর্টে বলা হয়েছে, ‘১৯৮০ সাল থেকে প্রত্যেক দশক আগের দশকের চেয়ে উষ্ণ ছিল, সম্প্রতি (২০১০-২০১৯) এই উষ্ণতা আগের (২০০০-২০০৯) চেয়ে ০.২ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। আমাদের জলবায়ু পরিবর্তিত হচ্ছে, গ্রিন হাউস বেড়ে যাওয়ায় জনজীবন ব্যাহত হচ্ছে।’

গ্রিন হাউস গ্যাসের প্রভাবে উষ্ণতা ১৯৯০ সালের চেয়ে ৪৫ শতাংশ বেড়ে গেছে বলে লক্ষ করেছেন গবেষকরা।

গাড়ি, বিমান ও ধোঁয়া নির্গমনকারী কারখানাগুলোর ব্যবহার করা জীবাশ্ম জ্বালানি বাতাসে ছড়িয়ে পড়ে এই বসবাসযোগ্য গ্রহকে আরও উষ্ণ করে তুলছে বলে জানান তারা।

সংবাদ প্রকাশঃ  ১৪২০২০ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ