বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস ও ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সিটিভি নিউজ।। দেশকল্যাণ, দারিদ্র বিমোচন, কর্মপরায়ণ, উদ্ভাবন, বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন-এর মানস ও মনন” এ প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস ২০২৫ইং ও ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) এর সহযোগি সংগঠন সমূহের আয়োজনে মঙ্গলবার সকাল ১১:০০ ঘটিকায় প্রত্যয় উন্নয়ন সংস্থার প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন হতে তিলওয়াত করেন ডেভেলপমেন্ট ফর সোসাইটির এর সিনিয়র অফিসার মোঃ মিজানুর রহমান।
জেলা সমাজসেবা অধিদফতরের সহকারী পরিচালক ফারহানা আমিন প্রধান অতিথির বক্তব্যে বলেন, বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) এর সহযোগি সংগঠন সমূহ কুমিল্লায় গোছানোভাবে তাদের কম©সূচি পরিচালন করে আসছে। সরকারি বা বেসরকারি ভাবে যে প্রকল্পই পরিচালিত হউক না কেন; সে প্রকল্প সমূহ দাতা সংস্থা বা বিভাগ অত্যন্ত নির্খূতভাবে মনিটরিং করে থাকে। সমাজসেবার পরিচালিত প্রকল্পে উপকারভোগীদের প্রকল্প সংশ্লিষ্ট বিষয়ে ভালভাবে ধারণা প্রদানের পরও ভিজিটর আসার পর তারা আমাদের প্রকল্প বা সংগঠনের নাম সঠিকভাবে বলতে পারে না। তবে যে সকল উপকারভোগী প্রকল্পের কাজের বিষয়ে নিজেরা দায়িত্বশীল ও সচেতন তারা প্রকল্প সংশ্লিষ্ট বা সংগঠনের নাম সঠিকভাবে বলতে পারে।
সভায় সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য প্রদান করেন প্রত্যয় উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মাহমুদা আক্তার। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস উদযাপন উপলক্ষে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কোসেডের নির্বাহী পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম।
আলোচনা সভায় সঞ্চালনা করেন হলদিয়া মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মাহমুদা আক্তার।
আলোচনা সভায় বক্তব্য রাখেন ভারডোর নির্বাহী পরিচালক এস এ সেলিম, পউপ এর নির্বাহী পরিচলক নাসরিন আক্তার, পাস এর সভাপতি মোঃ হোসেন, ডেভেলপমেন্ট ফর সোসাইটির শাখা ব্যবস্থাপক মোঃ আবদুল কাদের, সুহৃদ এর কোষাধ্যক্ষ মোঃ হায়াতুন নবী (মানিক)। আরও বক্তব্য রাখেন পেইজ ডেভেলপমেন্ট সেন্টার এর সহকারী পরিচালক মৌসুমী সুলতানা, অ্যাডভোকেট শামীমা আক্তার জাহান, ওয়াইডাব্লিউসিএ এর সাধারণ সম্পাদিকা কুমিল্লা আইরিন মুক্তা অধিকারী, ন্যাশনাল ওয়াইডাব্লিউসিএ এর প্রোগ্রাম ম্যানেজার পূরবী তালুকদার, এইচডিও এর নির্বাহী পরিচালক পারভীন আক্তার সহ অন্যান্যৱা। আলোচনা পর্ব শেষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। সংবাদ প্রকাশঃ ০২-১২-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=