কোটচাঁদপুরে ট্রাকচাপায় পুলিশ সদস্য নিহত

সিটিভি নিউজ।। মানিক ঘোষ,নিজস্ব কালীগঞ্জ ঝিনাইদহ প্রতিনিধি============
ঝিনাইদহের কোটচাঁদপুরে ট্রাকচাপায় আনিসুর রহমান আনিস (৪৫) নামে এক পুলিশ সদস্য মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে কোটচাঁদপুর শহরের বলুহর বাসস্ট্যান্ডের পাশের তালমিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আনিস সকালে মহেশপুরের ভাড়া বাসা থেকে কোটচাঁদপুর থানায় ডিউটিতে যাওয়ার পথে তালমিল এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি দ্রæতগতির ট্রাক তাঁকে চাপা দেয়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকটি দ্রæত পালিয়ে যায়।

নিহত আনিস কোটচাঁদপুর থানায় ওয়ারলেস অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। তিনি চুয়াডাঙ্গার দর্শনা উপজেলার রামনগর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত মহিউদ্দিন বিশ্বাসের ছেলে।

কোটচাঁদপুর থানার ওসি কবির হোসেন মাতব্বর বলেন,
“দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। পালিয়ে যাওয়া ট্রাক ও চালককে শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান চলছে।”

মর্মান্তিক এ ঘটনায় কোটচাঁদপুর থানাসহ পুরো আইনশৃঙ্খলা বাহিনীতে নেমে এসেছে শোকের ছায়া। সংবাদ প্রকাশঃ ০২-১২-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন