দেবীদ্বারঃ রান্নার গ্যাস সংকটে গৃহিণীরা স্বামী- সন্তানদের নিয়ে সড়কে বিক্ষোভ: গ্যাস অফিস ২ ঘণ্টা অবরোধ

সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি/===========
কুমিল্লার দেবীদ্বারে রান্নার গ্যাস সংকটে অতিষ্ঠ গৃহিণীরা স্বামী-সন্তানদের নিয়ে সড়কে নামেন।

রোববার (৩০ নভেম্বর) সকাল ১১টায় দির্ঘদিন যাবত গ্যাস না পাওয়ায় ক্ষুব্ধ জনতা বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের দেবীদ্বার শাখা কার্যালয় ঘেরাও করে প্রায় দুই ঘণ্টা অবরোধ কর্মসূচি পালন করেন।

এসময় তারা নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেন।

বিক্ষোভস্থলে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম–সাধারণ সম্পাদক ব্যারিস্টার রিজভিউল আহসান মুন্সী, দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ভুলু পাঠান, জামায়াত নেতা ও দেবীদ্বার নতুন বাজার কমিটির সাধারন সম্পাদক মো. তমিজ উদ্দিনসহ ১৫ সদস্যের প্রতিনিধি দল।

তারা দেবীদ্বার শাখার ব্যবস্থাপক মো. মোস্তাফিজুর রহমান এবং পরে কুমিল্লা জেনারেল ম্যানেজার মুর্তুজা রহমান খানের সঙ্গে মোবাইলে কথা বলেন।

এসময় জাতীয় নাগরিক পার্টির (দক্ষিণাঞ্চল) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহও টেলিফোনে কথা বলে বিষয়টি উপদেষ্টার সঙ্গে আলোচনা করে বিকেলে জানাবেন বলে আশ্বাস দেন।

আশ্বাস পাওয়ায় আন্দোলনকারীরা সাময়িকভাবে অবরোধ তুলে নিলেও ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন। তারা বলেন, সকাল ৬টা থেকে দুপুর ১২টা এবং বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত দেবীদ্বারের ২টি সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ রেখে বাসাবাড়িতে গ্যাসচাপ স্বাভাবিক না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

গৃহিণী আমেনা বেগম ক্ষোভ প্রকাশ করে বলেন, “গ্যাস না থাকায় স্বামী- সন্তানদের সকালের নান্তা পর্যন্ত রান্না করতে পারি না। দুপুর-রাতেও একই অবস্থা। কখনো হোটেলের খাবার, কখনো শুকনা খাবার খেয়ে দিন কাটাতে হচ্ছে।”

দেবীদ্বার শাখার ব্যবস্থাপক মো. মোস্তাফিজুর রহমান বলেন, “সিএনজি পাম্পে গ্যাস সরবরাহের কারণে বাসাবাড়ির গ্যাসচাপ কমে যায়। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।”

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির জেনারেল ম্যানেজার মুর্তুজা রহমান খান জানান, “গ্যাস সংকট নিরসনে সিএনজি পাম্পের জন্য পৃথক লাইন প্রয়োজন, যা টেন্ডার প্রক্রিয়া ছাড়া সম্ভব নয়। আজই তিন সদস্যের একটি প্রতিনিধি দল দেবীদ্বারে পাঠানো হচ্ছে, তাদের রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
ছবির ক্যাপশন: দেবীদ্বারে নিরবিচ্ছিন্ন গ্যাসের দাবিতে গ্রাহকদের বিক্ষোভ মিছিল, গ্যাস অফিস ঘেরাও এবং পতিনিধি দলের সঙ্গে গ্যাস কর্মকর্তাদের আলোচনার দৃশ্য। সংবাদ প্রকাশঃ ০১-১২-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন