কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সাহিত্য সম্মেলন ও গুণীজন সম্মাননা ২০২৫ অনুষ্ঠিত

সিটিভি নিউজ।। গত ২৮ নভেম্বর ২০২৫ কুমিল্লা কবি পরিষদের উদ্যোগে ‘সাহিত্য সম্মেলন ও গুণীজন সম্মাননা ২০২৫’ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়, কুমিল্লা জেলার, ব্রাহ্মণপাড়া উপজেলার ভগবান সরকারি উচ্চ বিদ্যালয়ে । বর্ণাঢ্য আয়োজন এবং সাহিত্য সংস্কৃতির সৌরভে মুখরিত হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল। কুমিল্লা কবি পরিষদের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী- আর মজিব এর উপস্থাপনায়, অনুষ্ঠানের উদ্বোধক অতিথি ছিলেন জনাব মু. রেজা হাসান, জেলা প্রশাসক, কুমিল্লা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি প্রাকৃতজ শামীম রুমি টিটন- প্রধান উপদেষ্টা-কুমিল্লা কবি পরিষদ এবং প্রধান আলোচক প্রফেসর মোঃ আবু তাহের, সাবেক অধ্যক্ষ- কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব মাহমুদা হাসান, উপজেলা নির্বাহী অফিসার, ব্রাহ্মণপাড়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া বুড়িচং সহ কুমিল্লা জেলার অসংখ্য রাজনৈতিক ব্যক্তিত্ব, কবি, সাহিত্যিক, শিক্ষক, সাংবাদিক সহ সুশীল সমাজের লোকজন, তাঁদেরকে সম্মাননা তুলে দিয়ে সম্মানিত করা হয় সংগঠনের পক্ষ থেকে। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলা থেকে আগত কবি ও সাহিত্যিকদের উপস্থিতি ছিলো অনুষ্ঠানের সৌন্দর্য। কুমিল্লা কবি পরিষদের উপদেষ্টাগন সহ বিভিন্ন পদের সাংগঠনিক লোকজন উপস্থিত ছিলেন। তাঁদেরকে সম্মাননা তুলে দিয়ে সম্মানিত করা হয় সংগঠনের পক্ষ থেকে। ব্রাহ্মণপাড়া উপজেলার ৭ টি হাই স্কুল থেকে যাচাই-বাছাই করে ৭২ জন ক্ষুদে কবিদের সম্মাননা তুলে দেওয়া হয়। ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন কিল্ডার গার্ডেন এর অধ্যক্ষ, হাইস্কুল এর প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, সামাজিক ও মানবিক মানুষ সহ শ্রেষ্ঠ শিক্ষকদের গুণীজন সম্মাননা তুলে দেওয়া হয়। সবচেয়ে আকর্ষন ছিলো কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ এর সভাপতি সাব্বির আহমেদ এর নেতৃত্বে, থিয়েটার এর উপস্থিতি এবং মাদকবিরোধী নাটক মঞ্চায়ন। টাঙ্গাইল থেকে আগত জাতীয় আবৃত্তি শিল্পী আরিফ আহমেদ এর নেতৃত্বে একঝাঁক আবৃত্তি শিল্পীদের উপস্থিতি ছিলো অন্যরকম ছোঁয়া। মঞ্চে সম্মানিত অতিথি ও কবিদের উপস্থিতি সাহিত্য অঙ্গনকে আরও আলোকিত করে তোলে। রঙিন ফুলে সাজানো স্টেজ, ব্যানারের উজ্জ্বল লেখনী এবং শিল্প-সাহিত্যের আলোচনায় পুরো পরিবেশ ছিল উষ্ণ ও প্রেরণাময়। অনুষ্ঠানে পঠন-পাঠন, কবিতা, প্রবন্ধ পাঠ এবং গুণীজনদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। বিবিধ অতিথিদের মধ্যে ছিলেন— কবি, লেখক, গবেষক এবং শিক্ষাবিদ গণ বিভিন্ন সাহিত্য সংগঠনের সদস্য ও কার্যকরী পরিষদ নারী কবি গোষ্ঠী, তরুণ লেখক ও কণ্ঠশিল্পীদের অংশগ্রহণ এছাড়া ব্যানারে উল্লেখিত বক্তাদের আলোচনা অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে। সাহিত্য বিকাশ, পাঠচর্চা, বইমেলা সম্প্রসারণ এবং তরুণদের সাহিত্যচর্চায় উদ্বুদ্ধ করার বিষয়গুলো মূল আলোচ্যসূচি হিসেবে স্থান পায়। এই সাহিত্য সম্মেলন শুধু সম্মাননা প্রদানের মাধ্যমই নয়—এটি কুমিল্লার সাহিত্যকে এগিয়ে নেওয়ার এক গুরুত্বপূর্ণ মাইলফলক। গুণীজনদের স্বীকৃতি ও নতুন প্রজন্মের উত্সাহ এই অনুষ্ঠানের প্রধান সাফল্য হিসেবে বিবেচিত হয়েছে। পুরো অনুষ্ঠান আয়োজনে সবচেয়ে বেশি ভূমিকা ছিলো কুমিল্লা কবি পরিষদের উপদেষ্টা জহিরুল ইসলাম সরকার সহ ব্রাহ্মণপাড়া সাহিত্য পরিষদের সভাপতি, সেক্রেটারী, সাংগঠনিক সম্পাদক সহ সংগঠনের সকল কবিদের আন্তরিকতায় একটি সুন্দর অনুষ্ঠান হয়েছে। তাঁদের সকলের জন্য কৃতজ্ঞতা ও ভালোবাসা রইলো। সংবাদ প্রকাশঃ ০১-১২-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন