কুমিল্লায় ছোট ভাইয়ের জায়গা জবর দখলের অভিযোগ- বড় ভাইয়ের বিরুদ্ধে

সিটিভি নিউজ।। =স্টাফ রপোর্টার:=========
কুমিল্লা নগরীর কাপরিয়াপট্টি আপন বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইয়ের দোকানের জায়গা জবরদখলের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে মজুমদার এন্টার প্রাইজ কুমিল্লা নগরীর কাপরিয়াপট্টি এলাকায়। এ ঘটনায় স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্নস্থানে অভিযোগ দিলেও কোন সুরাহা পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন জমির মালিক ভুক্তভোগী মো:মনিরুল ইসলাম। মো:মনিরুল ইসলাম ওই এলাকার মৃত ফজলুর হক ছেলে।

মো:মনিরুল ইসলাম বলেন ,আমি চাঁদাবাজ নই। আমি একজন প্রবাসি। আমার বড়ভাইয়ের সাথে জমি নিয়ে বিরোধ রয়েছে। এটি নিয়ে আদালতে মামলা হয়েছিল,আমার ভাই আদালতে যথাযথ কাগজপত্র দলিল দিতে না পারায় মামলা আমার পক্ষে রায় হয়েছে। আমার বড় ভাই আমার কেনা দোকান জোর করে দখল করে রেখেছে। দলিল আমার অথচ দোকান দখলে আমার ভাইয়ের। এই নিয়ে কোতয়ালী থানায় অভিযোগ দাখিল করেছি,পুলিশ উভয় পক্ষের কথা শুনেছে কিন্ত সমাধান হয়নি। গতকাল আমার ভাই অমার বিরুদ্ধে কুমিল্লার একটি পত্রিকায় সংবাদ প্রকাশ করিয়েছে আমি নাকি চাঁদা চেয়েছি। যা দেখে আমি বিষ্মিত ও মর্মাহত হয়েছি। আমি এই সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।

মো:মনিরুল ইসলামের দায়ের করা কুমিল্লা কোতয়ালী মডেল থানায় একটি অভিযোগে দেখা যায়, বিবাদী মোহাম্মদ শাহজাহান, মোহাম্মদ শাহআলম, বিল্লাল হোসেন, মোঃ জিয়াউদ্দিন, বাবলু ছাদেকসহ বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযোগে তফসিল ভুক্ত সম্পত্তি বিগত ৩০ জুন ২০০৪ইং সালে আমার মরহুম পিতা আমার নামে দানপত্র দলিল নং-৪২৭৪, তারিখ-৩০/০৬/২০০৪ইং মূলে বুঝাইয়া দিলে আমি নিম্ন তফসিল ভুক্ত সম্পত্তিতে বাড়ী ও দোকানকোঠা নির্মান পূর্বক শান্তিপূর্নভাবে ভোগদখলে আছি। পরবর্তীতে আমি আমার মালিকীয় ও ভোগদখলীয় নিম্ন তফসিল ভূক্ত সম্পত্তি হেবা দলিল নং-৫৮০, তারিখ-১৮/০৯/২০২২ইং মূলে আমার ছেলে হাসানুল হক হাসানের নামে লিখে দেই। আমার আরো তিন ভাই জায়গার ক্রয় বিক্রয়ের ব্যবসা করে। মামলার ৪নং বিবাদী মোঃ জিয়াউদ্দিন লোভের বশবর্তীতে আমার শান্তিভঙ্গের লক্ষ্যে আমাকেসহ আমার পরিবারের অন্যান্য সদস্যদের দীর্ঘদিন যাবৎ চরম মানসিক ভাবে হয়রানী করে আসছে।

এদিকে বিজ্ঞ আদালত নিম্ন তফসিল ভুক্ত সম্পত্তি আমার পক্ষে রায় প্রদান করেন মর্মে বিজ্ঞ আদালতের গত ০৬/০৫/২০২৫ইং তারিখের আদেশনামা পর্যালোচনায় দেখা যায়। উক্ত প্রতিবেদনে অনুসন্ধানকালে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ এর ৪/৫/৬ ধারার অভিযোগের বিষয়ে সত্যতা পাওয়া যায়নি। মর্মে উল্লেখ করা হয়েছে। উক্ত অনুসন্ধান প্রতিবেদনের বিরুদ্ধে বাদীপক্ষ নারাজি দাখিল করেন নাই। অনুসন্ধান প্রতিবেদনে কোন ত্রুটি বিচ্যুতি পরিলক্ষিত হয় নাই। ফলে, প্রাপ্ত অনুসন্ধান প্রতিবেদনটি গ্রহণ করতঃ অত্র মামলাটিতে অগ্রসর হওয়ার কোন কারণ নেই। বিবেচনায় অত্র মামলার নালিশী অভিযোগ The Code of Criminal Procedure এর ২০৩ ধারা মতে ডিসমিস (Dismiss) করা হলো।

এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় একাধিক বাসিন্দা জানান- মো:মনিরুল ইসলাম একজন সহজ সরল ব্যক্তি। মোহাম্মদ শাহজাহান, মোহাম্মদ শাহআলম, বিল্লাল হোসেন, মোঃ জিয়াউদ্দিন, বাবলু ছাদেকসহ স্থানীয় আরও একাধিক প্রভাবশালী ব্যক্তির ছত্রছায়ায় নিজের ছোট ভাইয়ের দোকান জোরপূর্বক দখল করে নিয়েছে। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী চাইলে এ জমি অবৈধ দখলমুক্ত করতে পারে।

ভুক্তভোগী মো:মনিরুল ইসলাম আরও জানান- তাকে দোকানে গেলেই মারধর ও প্রাণনাশের হুমকি দেয়া হচ্ছে। অথচ এ দোকান বন্টননামামুলে তার নামে সৃজিত খতিয়ানভুক্ত হয়েছে। দোকানের জায়গা উদ্ধার করতে গিয়ে তিনি বছরের পর বছর হয়রানি হচ্ছে। তাই এ ব্যাপারে তিনি আরও আইনী ব্যবস্থা নেবেন। সংবাদ প্রকাশঃ ০১-১২-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন