কুমিল্লা সরকারি মহিলা কলেজ শিক্ষক পরিষদ নির্বাচন -২০২৬ মহসীন সম্পাদক ও বাশার যুগ্ম সম্পাদক নির্বাচিত

সিটিভি নিউজ।। কুমিল্লা প্রতিনিধি ==============
কুমিল্লা সরকারি মহিলা কলেজের ২০২৬ সনের শিক্ষক পরিষদ নির্বাচন আজ ৩০ নভেম্বর রবিবার কলেজের শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মহসীন সম্পাদক পদে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো: শাহজাহান।
যুগ্ম-সম্পাদক পদে নির্বাচিত হন উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আবুল বাশার খন্দকার। তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড. এসএম মোজাম্মেল হোসেন । কোষাধ্যক্ষ পদে দর্শন বিভাগের প্রভাষক মো: হোসনি মোবারক বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন।
এই নির্বাচনে কলেজে কর্মরত ৬৪ জন শিক্ষকের সকলেই ভোট প্রদান করেন। নির্বাচনে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক প্রফেসর শাহনাজ সুলতানা নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।
নবনির্বাচিত সম্পাদক মোহাম্মদ মহসীন বলেন- কলেজ অধ্যক্ষ ও উপাধ্যক্ষ মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় কুমিল্লার নারী শিক্ষার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সরকারি মহিলা কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের কল্যাণে আগামী দিনে সকলকে নিয়ে সততা ও সাম্যতার ভিত্তিতে দায়িত্ব পালনে সকল শিক্ষক-কর্মচারীর সহযোগিতা কামনা করছি এবং সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।
কলেজ অধ্যক্ষ প্রফেসর হাসনাত আনোয়ার উদ্দীন আহমেদ- নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং নবনির্বাচিত শিক্ষক পরিষদের সফলতা কামনা করেন। সংবাদ প্রকাশঃ ০১-১২-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন