রাণীশংকৈলে বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস পালনে প্রস্তুতিসভা অনুষ্ঠিত

সিটিভি নিউজ।। সফিকুল ইসলাম শিল্পী, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ================
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় আগামি ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালনের লক্ষ্যে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খাদিজা বেগম।
সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মজিবুর রহমান, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, জনপ্রতিনিধি, কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকরা।
সভায় ইউএনও খাদিজা বেগম দিবস দু’টি পালনে সরকারের নির্দেশনা পড়ে শোনান এবং গত বছরের কর্মসূচির ওপর ভিত্তি করে আলোচনা আহ্বান করেন। আলোচনায় অংশ নেন-বিএনপির সভাপতি আতাউর রহমান ও সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফ, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহজাহান আলী, জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মিজানুর রহমান মাস্টার ও সেক্রেটারি রজব আলী, বীর মুক্তিযোদ্ধা রিয়াজুল ইসলাম, গণ অধিকার পরিষদ নেতা মামুনুর রশিদ মামুন, এনসিপি নেতা শাহজাহান আলী, বিএনপি নেতা অধ্যাপক মনিরুজ্জামান মনি, ইউপি চেয়ারম্যান আবুল কালাম ও আবুল কাসেম, সহ-শিক্ষা অফিসার জাহিদ হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রুপম চন্দ্র মহন্ত, ডিগ্রি কলেজ প্রতিনিধি অধ্যাপক আশরাফ আলী, থানার প্রতিনিধি এসআই আশরাফ আলী, শিক্ষিকা মেহবুবা স্নিগ্ধা, প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, প্রেসক্লাবের (পুরাতন) সভাপতি সফিকুল ইসলাম ও আশরাফুল আলম, আনসার ভিডিপি কর্মকর্তা মিসেস পাপিয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা বেলাল হোসেন ও ছাত্র প্রতিনিধি তারেক মাহমুদসহ আরও অনেকে।
বক্তারা তাদের বক্তব্যে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় ও সুষ্ঠুভাবে পালনের প্রত্যয় ব্যক্ত করেন। এসময় তারা নবাগত ইউএনওকে বিভিন্ন দিকনির্দেশনা ও পরামর্শ দেন। ইউএনও খাদিজা বেগম পরামর্শসমূহ নোট করে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
সভায় জাতীয় দিবস দু’টি সফলভাবে উদযাপনে সর্বস্তরের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে জোর দেওয়া হয়। সংবাদ প্রকাশঃ ২৮-১১-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=