বরেন্দ্র অঞ্চলে মাঠে মাঠে সুবাস ছড়াচ্ছে সুগন্ধি জামাই সোহাগা আতব ধান

সিটিভি নিউজ।। মোহাম্মদ আককাস আলী :সংবাদদাতা জানান ===== বরেন্দ্র অঞ্চলে বরেন্দ্র অঞ্চলে মাঠে মাঠে সুবাস ছড়াচ্ছে সুগন্ধি জামাই সোহাগা আতব ধান।
সেই সুবাসে রঙিন হয়ে উঠছে কৃষকের সোনালী স্বপ্ন। গোটা মাঠ জুরে জামাই সোহাগা সুগন্ধি চিনি আতব ধানের সমারোহে চোখ জুরে যায়। যেদিকে তাকায় সেই দিকেই এই ধানের শীষ দুল খায়। এলাকার চাষীরা এখন জামাই সোহাগা চিনি আতব ধান চাষ করে অধিক মূল্যে বিক্রি করার স্বপ্ন দেখছেন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে তথ্যমতে এ অঞ্চলে ৪১হাজার হেক্টর জমিতে জামাই সোহাগা সুগন্ধি আতপ ধানে চাষ করা হয়েছে। দাম ভালো পাওয়াই উত্তরঈশ্বরপুর,আলীপুর,মনোহরপুর,রহিমপুর,রহট্রা,
শালগ্রাম,হরিপুর,মহেশপুরসহ কিছু গ্রামের চাষীরা এই সুগন্ধি জামাই সোহাগা চিকন আতব ধানের চাষের উপর ঝুকে পড়েছেন।
ওইসব এলাকার জমি আতব ধানের চাষের উপযোগী হওয়ায় উক্ত এলাকার জমিগুলোতে চাষীরা অন্য কোন ধান চাষ না করে এই ধান চাষ করেন। উত্তর ঈশ্বর পুরের আতব ধান চাষী মাসুদ রানা,পান্জু সরদার জানান, বিঘাপতি মোটা ধানের চেয়ে
সুগন্ধি জামাই সোহাগা চিকন আতব ধান দ্বিগুণ টাকায় বিক্রি করা যায়। গত মেীসুমের মত বাজার দর যদি ঠিক থাকে তাহলে লাভের মুখ দেখবেন। সংবাদ প্রকাশঃ ২৮-১১-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন