কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: বেগবতী নদী থেকে অবৈধ বাঁধ অপসারণ

সিটিভি নিউজ।। মানিক ঘোষ নিজস্ব প্রতিনিধি =============
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বেগবতী নদী থেকে দুটি অবৈধ মাছ ধরার বাঁধ অপসারণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর-২৫) সকাল থেকে দুপুর পর্যন্ত চলা অভিযানে উপজেলার বলরামপুর গ্রামের নদীর দুটি স্থানে এসব বাঁধ শনাক্ত ও অপসারণ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলম এবং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হাসান সাজ্জাদ। এ সময় কালীগঞ্জ থানার এসআই সিরাজুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল উপস্থিত ছিল।বাঁধ অপসারণের পর বাঁশ, জালসহ ব্যবহৃত সরঞ্জামগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নদীতে এ ধরনের অবৈধ বাঁধের কারণে পানি প্রবাহ ব্যাহত হয় এবং দেশীয় প্রজাতির মাছের প্রজনন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলম বলেন, তিনি নদীর স্বাভাবিক প্রবাহ রক্ষা এবং জলজ সম্পদ সুরক্ষায় নিয়মিত অভিযান পরিচালনার বিষয়টি তুলে ধরেন। অবৈধ বাঁধ নির্মাণকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকার কথাও জানান।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হাসান সাজ্জাদ জানান, নদীতে অবৈধ বাধ দিয়ে মাছ ধরার কারণে দেশীয় মাছের সংখ্যা দ্রুত কমে যাচ্ছে। তিনি জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানান এবং টেকসই মাছসম্পদ রক্ষায় প্রশাসনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন। সংবাদ প্রকাশঃ ২৮-১১-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=