টেকনাফে বিজিবির অভিযান: ৫০ হাজার ইয়াবা মদসহ আটক -২

সিটিভি নিউজ।। ফরহাদ রহমান রিপোর্টার কক্সবাজার ======= কক্সবাজার টেকনাফ সীমান্তে মাদকবিরোধী অভিযানে আবারও শক্ত অবস্থান দেখাল বর্ডার গার্ড বাংলাদেশ (২ বিজিবি)। একই দিনে দুটি সফল অভিযানে নাফ নদী থেকে ৫০ হাজার ইয়াবা এবং দমদমিয়া চেকপোস্টে ২০ লিটার দেশি চোলাই মদসহ দুই পাচারকারীকে আটক করেছে বাহিনী।
বুধবার (২৬ নভেম্বর) ভোরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাবরাং বিওপির দায়িত্বপূর্ণ এলাকার জিন্নাখাল সংলগ্ন কেওড়া বাগানে অভিযানে যায় বিজিবি। মিয়ানমারের দিক থেকে মাছ ধরার ছদ্মবেশে আসা নৌকা নদীর কিনারায় পৌঁছালে বিজিবি সদস্যরা ঘেরাও করে। পালানোর চেষ্টা করলে একজন পাচারকারী হাতের কালো ব্যাগসহ কাদায় ঝাঁপ দেয়। ধাওয়া করে তাকে আটক করে ব্যাগ থেকে উদ্ধার করা হয় ৫০,০০০ ইয়াবা। তবে নৌকার অপর দুই সদস্য মিয়ানমারের জলসীমায় পালিয়ে যায়।
আটককৃত ব্যক্তির পরিচয়—
মোঃ গফুর আলম (২৪), গ্রাম কচুবনিয়া, টেকনাফ।
অপরদিকে সকাল ১০টার দিকে কক্সবাজার–টেকনাফগামী পায়রা সার্ভিসের একটি বাস তল্লাশির সময় ডগ স্কোয়াডের কে–৯ দল ‘মেঘলা’ বাসের নিচে রাখা মুরগির বিষ্ঠাভর্তি বস্তায় মাদক থাকার সংকেত দেয়। বস্তা থেকে বিশেষভাবে লুকানো ২০ লিটার দেশি চোলাই মদ উদ্ধার করা হয় এবং সংশ্লিষ্ট যাত্রীকে আটক করা হয়।
আটককৃত—
মোঃ হেলাল উদ্দিন (৫০), ফুলের ডেইল, হ্নীলা।
এ বিষয়ে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান, পিএসসি বলেন, বিজিবি সীমান্তে সার্বভৌমত্ব রক্ষা ও মাদক প্রতিরোধে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। সাম্প্রতিক ধারাবাহিক অভিযানে জনমনে আস্থা বেড়েছে উল্লেখ করে তিনি জানান, আন্তঃসীমান্ত অপরাধ রোধে বিজিবির এই কঠোর অভিযান অব্যাহত থাকবে।
গত ১৬৮ ঘণ্টায় টেকনাফ ব্যাটালিয়ন মোট ৮টি বিশেষ অভিযানে ৪ লাখ ৯১ হাজার ৯২০ পিস ইয়াবা, ২০ লিটার চোলাই মদসহ ১২ জনকে আইনের হাতে সোপর্দ করেছে।
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। সংবাদ প্রকাশঃ ২৭-১১-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=