মুরাদনগরে ব্যাপক উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ প্রদর্শনী

কুমিল্লার মুরাদনগরে ‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি’ এই যুগোপযোগী ¯েøাগানকে সামনে রেখে জাতীয় প্রাণিসম্পদ প্রদর্শণীর বনার্ঢ্য র‌্যালিতে নেতৃত্ব দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুর রহমান।

সিটিভি নিউজ।। বিল্লাল হোসেন, মুরাদনগর থেকে ঃ===========
‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি’ এই যুগোপযোগী ¯েøাগানকে সামনে রেখে সারা দেশের মতো কুমিল্লার মুরাদনগরেও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর আয়োজিত জাতীয় প্রাণিসম্পদ প্রদর্শনী ব্যাপক উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। উদ্বোধনী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুর রহমান।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলার সহকারী কমিশনার (ভ‚মি) সাকিব হাসান খাঁন, উপজেলা কৃষি কর্মকর্তা পাভেল খান পাপ্পু এবং মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুর রহমান। অনুষ্ঠানে সহকারী উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমানসহ বিভিন্ন কর্মকর্তা এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুর রহমান দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রাণিসম্পদ খাতের গুরুত্ব তুলে ধরে বলেন, ‘খাদ্য ও পুষ্টি চাহিদা পূরণে দেশীয় প্রাণীর জাত সংরক্ষণ অপরিহার্য। পাশাপাশি আধুনিক প্রযুক্তি গ্রহণ করে খামারিরা উৎপাদন বাড়িয়ে দেশকে স্বাবলম্বী করতে পারেন।’
প্রদর্শনীর মাঠে মোট ৩০টি স্টল বসেছিল, যা মুরাদনগরের ইতিহাসে এই ধরণের আয়োজনে অন্যতম বৃহৎ। প্রতিটি স্টল খামারিদের যতœ ও দক্ষতার প্রমাণ বহন করে। প্রদর্শনী চত্বরে ছাত্র-ছাত্রী, খামারি এবং সাধারণ জনতার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিপুল সংখ্যক দর্শক মনোযোগ সহকারে বিভিন্ন স্টল পরিদর্শন করেন। অনেকেই স্টলগুলোতে নতুন প্রযুক্তি সম্পর্কে আগ্রহী হয়ে প্রশ্ন করেন এবং আধুনিক পদ্ধতিতে পশু পালনের বিভিন্ন কৌশল সম্পর্কে ধারণা নেন। শিক্ষানবিশদের জন্য এটি ছিল এক হাতে-কলমে শিক্ষার সুযোগ।
অনুষ্ঠানের শেষ পর্বে সফলভাবে প্রদর্শনীতে অংশগ্রহণকারী স্টলগুলোর মধ্যে ৫টি ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে সেরা স্টলদাতাদের পুরস্কার দেওয়া হয়। এই পুরস্কার খামারিদের আগামীতে আরও উন্নত জাতের পশু পালনে উৎসাহিত করবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন। সংবাদ প্রকাশঃ ২৭-১১-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন