কুমিল্লায় খুচরা সার বিক্রেতা ও কৃষকদের মানববন্ধন বিক্ষোভ

সিটিভি নিউজ।। এইচ এম মহিউদ্দিন, কুমিল্লা ব্যুরো ============== সারাদেশে ৪৪ হাজার খুচরা সার বিক্রেতা ও ৫ কোটি কৃষকদের ভোগান্তি দূর করণে খুচরা সার বিক্রেতাদের আইডি বহাল এবং টিও লাইসেন্স বহালের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ ও মানববন্ধন করেছে ভোক্তভোগী কৃষক ও খুচরা সার বিক্রেতা এ্যাসোসিয়েশনের নেতারা।

বুধবার দুপুরে কুমিল্লা কান্দিরপাড় পূবালী চত্ত্বরে বিক্ষোভ সমাবেশ ও মানবন্ধনে প্রতিবাদ করেন জেলার বিভিন্ন উপজেলার কৃষক ও সার বিক্রেতারা। তাদের দাবী কৃষি মন্ত্রনালয়ে খুচরা সার বিক্রি বন্ধে স্থগিতাদেশ জারি করায় ভোগান্তি পড়বে প্রান্তিক কৃষকরা। ফলে কৃষি ও শীতকালীন ফসল ফলনে হাতের নাগালে সার না পেলে হুমকির মুখে পড়বে সাধারণ কৃষকরা।

জেলার বিভিন্ন উপজেলার যৌথ উদ্যোগে নগরীর কান্দিরপাড় এসে এ্যাসোসিয়েশনের নেতারা ঐক্যবদ্ধ হয়ে খুচরা সার বিক্রেতাদের আইডিকার্ড ও টিও লাইসেন্স বহাল রেখে সাধারণ কৃষকের দৌড়গড়ায় সেবা দিতে কৃষি মন্ত্রনালয়ের স্থগিতাদেশ বাতিলের দাবী জানান তারা।

তাদের দাবীতে ঐক্যমত পোষন করে কৃষক আবুল হাসান বলেন, সাধারণ কৃষক তার ফসল ফলনে খুচরা সারের প্রয়োজন হলে খচরা সার বিক্রেতাদের কাছে গিয়ে নিতে পারেন, ডিলাররা কখনো খুচরা সার বিক্রি করেন না। এতে করে প্রান্তিক কৃষকরা চাষাবাদ থেকে সরে দাড়াবে। ফলে কাচাঁ বাজার ও বিভিন্ন কৃষি পণ্যের দাম বৃদ্ধি হয়ে হুমকির পড়বে সাধারণ মানুষ।

এর আগে গত রবিবার লালমাই উপজেলা শাখার আয়োজনে মানববন্ধন ও সমাবেশ শেষে কৃষি সচিব বরাবর লালমাই উপজেলা কৃষি অফিসারের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেন তারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি হায়াতুন নবী মিয়াজি, সাধারণ সম্পাদক দুলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক শওকত আহমেদ পাবেলসহ আরো অনেকে। সংবাদ প্রকাশঃ ২৬-১১-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন