রেলওয়ে রানিংস্টাফদের ৯ম পে স্কেল ও মাইলেজ দাবিতে আন্দোলনের হুমকি

সিটিভি নিউজ।। রুকুনুজ্জামান, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ ========
৯ম পে স্কেল, মাইলেজ ও পদন্নোতি জটিলতা নিরসনের দাবিতে বিক্ষোভ মিছিল ও কর্মীসভা করেছে দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ের রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারীরা।

আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় পার্বতীপুর রেলওয়ের রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়ন কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে রেলওয়ে পার্ক, পার্বতীপুর রেল স্টেশনের ৫টি প্লাটফর্ম প্রদক্ষিণ করে সংগঠনের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে, বেলা ১২টায় মঙ্গলবার বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের চত্বরে পশ্চিমাঞ্চলীয় এক কর্মী সভা অনুষ্ঠিত হয়। কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক মজিবুর রহমান।
প্রধান অতিথি বলেন, আর কোন মিথ্যা প্রতিশ্রুতি নয়, আগামী ডিসেম্বর মধ্যে পে স্কেল, মাইলেজ ও পদোন্নতি না হলে আগামী ডিসেম্বর থেকে কর্মবিরতি ও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন বলে ঘোষণা দেন।

পার্বতীপুর শাখা সংগঠনের সভাপতি সাইফুল আযমের সভাপতিত্বে কর্মী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আর এস কে ইউ, কেন্দ্রীয় কমিটির (ভারপ্রাপ্ত) সভাপতি সাইদুর রহমান, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো: সানোয়ার হোসেন, সাধারন সম্পাদক আব্দুল হাকিম, সাংগঠনিক সম্পাদক অনন্ত কুমার রবি দাস, পার্বতীপুর শাখার কার্য্যকরী সভাপতি বিএম শহিদুল আলম (রানা), পার্বতীপুর পৌর শ্রমিক দলের সাধারন সম্পাদক হারুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম টিপু, গার্ড কাউন্সিল পার্বতীপুর শাখার সভাপতি তৌফিক হোসেন ও সাধারণ সম্পাদক আবু হেনা প্রমুখ। অনুষ্ঠিত কর্মী সভায় ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রাজবাড়ী, ঈশ্বরদী, সান্তাহার, বোনারপাড়া ও বিভিন্ন শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংবাদ প্রকাশঃ ২৫-১১-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন